বাস্তব জীবন বড়ই কঠিন | বাস্তব জীবনের শিক্ষণীয় গল্প

 বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

এটাই বাস্তব পরিস্ছিতি

বােকা- রাগ করে

বুদ্ধিমান- ধৈর্য ধরে

মিথ্যাবাদী- চাপা মারে

পতিতা- রূপচর্চা করে

লােভীরা- বিপদে পড়ে

পরিশ্রমী- কর্ম করে

অলস- অজুহাত খোঁজে

সাহসীরা- বাস্তবায়ন করে

ভীতুরা- কান্না করে

প্রতারক- অভিনয় করে 

স্বার্থবাদী- কেটে পড়ে

কুটিল মন- হিংসা করে

বাস্তব জীবনে কিছু কথা

জিদ এবং অহংকার

এই দুইটির কারণেই শয়তানকে

জান্নাত থেকে বের করে দেওয়া

হয়েছে।

আল্লাহ যেন আমাদেরকে এই দুইটি

থেকে নিরাপদে রাখেন।

আমিন

বাস্তব জীবনের গল্প

অহংকার মিশে যাবে মাটিতে

ছাই হয়ে যাবে শরীর,

আজ যে রাজা কাল সে 

ফকির,পুরাে খেলাটাই

ঘড়ির।

বাস্তব জীবন বড়ই কঠিন

জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে

অনেকেই বেইমানি করবে

অনেকেই বিশ্বাসঘাতকতা করবে

অনেকেই ভালােবাসার

নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযােগ

নিয়ে তােমায় ব্যবহার করবে,

তবে জীবনে সবকিছুকে ইগনাের করে

এগিয়ে যাও দেখবে

সবাই তােমার পেছনেই পড়ে থাকবে।

বাস্তব জীবন নিয়ে উক্তি

সবাই বলে ভালােবাসা দিলে

ভালােবাসা পাবে!

সবাই বলে সম্মান দিলে

সম্মান পাবে।

আসলে এই কথাগুলো

শুনতে ভালাে লাগে!

বাস্তবে ভালাবাসা দিলে,

সস্তা ভাবে!

আর সম্মান দিলে,

বো

কা ভাবে!