বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস | বাস্তব জীবন নিয়ে কিছু কথা | বাস্তব কথা

বাস্তব জীবনের কষ্টের গল্প

বাস্তব জীবনের কষ্টের গল্প

আমাকে যেদিন প্রথম বলা হয়েছিলো, “তুই চুপ থাকিস কেন এতো?”

সেদিন থেকে কথা বলা বাড়িয়েছিলাম ভীষণ!

আর তারপরে একদিন শুনতে হলো, “তুই এতো কথা বলিস কেন?”

আমি সেদিন দ্বিধায় পরে গিয়েছিলাম!

আমাকে যেদিন বলা হয়েছিলো, “তুই এতো বাইরে ঘুরিস কেন?”

সেদিন থেকে ঘরে থাকাটা শুরু করেছিলাম!

আর তারপরে একদিন শুনতে হলো, “তুই এতো ঘরকোনা কেন?”

আমি আবারও সেদিন দ্বিধায় পরেছিলাম!

আমাকে যেদিন বলা হয়েছিলো, “তুই হাসিস না কেন তেমন?”

সেদিন থেকে হাসির অংকটা বাড়িয়েছিলাম!

আর তারপরে একদিন শুনতে হলো, “এতো হাসি দুঃখ বয়ে আনবে, হাসিস কেন এতো?”

আমি সেদিন আর দ্বিধায় না, অবাক হয়েছিলাম, বুঝতে পেরেছিলাম!

এই পৃথিবীতে কাউকেই পুরোপুরি সন্তুষ্ট করা যায়না, নিজের সন্তুষ্ট থাকাটাই সবদিক দিয়ে উত্তম!

সমাজ নিয়ে কিছু বাস্তব কথা

জীবনে আর যাই করেন কখনো কাউকে অযোগ্য বলতে যাবেন না! কারণ পৃথিবীতে আপনিও সবার কাছে যোগ্য ব্যক্তি নন, আপনিও কারো না কারো কাছে অযোগ্য। আপনিও কারো ঘৃণার পাত্র। 

জীবনের কিছু বাস্তব কথা স্ট্যাটাস

জীবনে কখনো কারো ইমোশন নিয়ে খেলবেন না, কারো ইমোশনের মজা নিবেন না, কারণ আপনি যেটা আজ করবেন তার সাথে, পরে কোনো না কোনো একসময় সেটা অন্য কোনো স্থানে ফেরত পাবেন। 

বাস্তব কিছু কথা

জীবনে কাউকে প্রয়োজন মনে করে তুচ্ছতাচ্ছিল্যের সাথে ঠকিয়ে দিবেন না, কারণ আজ আপনি তাকে ঠকিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আপনি প্রতারক! বিশ্বাস করেন কারো মন ভেঙে দিয়ে, কাউকে ঠকিয়ে দিয়ে, কেউ কখনো সুখে থাকতে পারে না। 

চরম বাস্তব কিছু তেতো কথা

জীবনে কখনো কাউকে কথার আঘাত দিবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে। 

বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য

বিশ্বাস করেন আল্লাহ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেই না, আপনি যে অন্যায় করবেন তার হিসাব আজ না হয় কাল বরাবর মিটিয়ে দিবে সময়ের ব্যবধানে।

🌸🖤

বাস্তবে

উচিত কথায় মানুষ অসন্তুষ্ট আর গরম ভাতে বিড়াল অসন্তুষ্ট 😂এটাই বাস্তবতা।