সফল ব্যক্তি হতে চাইলে | শিক্ষা মূলক পোস্ট | শিক্ষামূলক পোস্ট

 শিক্ষামূলক গল্প

শিক্ষামূলক গল্প

✅কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে, ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে ! 

এত সাহস অন্য কোনো পাখির নেই। 

✅তবে লক্ষনীয় ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না। 

✅ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে পালিয়ে উল্টো নিজের জীবন বাচায়!

🛑ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষরূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে।

✅ এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। 

✅আপনার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। 

✅দেখবেন, আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।