ইসলামিক বিয়ের নিয়ম কানুন
বিয়ে করো এমন নারীকে যে তোমার সমস্যা হলে আল্লাহর কাছে ছুটে যাবে 🌸🤲 অন্য পুরুষের কাছে নয় !😓
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দীনদারী। সুতরাং তুমি দীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। ৷ [মুসলিম
ইসলামে কেমন মেয়ে বিয়ে করা উচিত
স্বামীকে কিভাবে ভালোবাসা উচিত,,,
আলী (রা.) বললেন: এক টোকায় দরজা খোলো কিভাবে ফাতেমা?
ফাতেমা (রা.) বললেন: আব্বাজান
শিখিয়ে দিয়েছেন।
আলী (রা:) বললেন:
কি শিখিয়ে দিয়েছেন?
ফাতেমা (রা:) বললেন:
আব্বাজান বলেছেন, আলী সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবে,
দরজায় যেন দুই টোকা দিতে না হয় ফাতেমা।
তাই আপনি আসার আগেই দরজায় পিঠ
লাগিয়ে দাড়িয়ে যাই টোকাটা দরজায় না পরে যেন আমার পিঠে পড়ে। ~সুবহানাল্লাহ🌸
ইসলামিক স্বামী স্ত্রী
আলেম স্বামী পেয়েছি !
কিন্তু দ্বীনদার স্বামী পাইনি !💔
(এক বোনের আর্তনাদ )
ইসলামিক স্বামী স্ত্রীর গল্প
কথায় কথায়
ইনশাআল্লাহ্ বলা মানুষগুলোর
স্বপ্ন একদিন পূরণ হবে ☺☺
ইনশাআল্লাহ