মজার গল্প ফেসবুক | হাস্যকর মজার গল্প ২০২৩

দুই বন্ধুর মজার গল্প

দুই বন্ধুর মজার গল্প

কেল্টু এবং বল্টু একই অফিসে চাকরি করে..!🥹🫰


কেল্টু : দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না..!🫤🫤


বল্টু: হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?😌😌


বলেই বল্টু টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।


বস: এ কী বল্টু! তুমি ঝুলে আছ কেন...!🙂🙂


#বল্টু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল,🥹🫡


বল্টু:স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।’😒😒


#বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন,,🤐🤐


বস:অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।’🙁👍


#বল্টু কেল্টুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।😁🚶


কেল্টু চেয়ে চেয়ে দেখল ।বল্টু বেরিয়ে যেতেই সেও বল্টুর পিছু নিল।🥹🥹


বস: সে কী! ছুটি তো ওকে দিয়েছি, তুমি কোথায় যাচ্ছ..!😑🙄


কেল্টু : কী আশ্চর্য !!লাইট ছাড়া কাজ করব কী করে..!🥲🥲🥲

পুরানো মজার গল্প

 একটা মাছ পানিতে ডুবে যাচ্ছিল 

আমি গিয়ে তুলে এনে মাটিতে রাখলাম... এখন সে খুশীতে নাচতাছে.. 😁😆😜😂

ছোট মজার গল্প

বল্টু একদিন শ্বশুরবাড়ি গেছে, সঙ্গে নিয়ে গেছে মস্ত বড় পাঙ্গাস মাছ।✌️✌️


বল্টু শশুরবাড়ী যাওয়ার পর শাশুরি বাড়িতে পোষা মুরগি তার জন্য জবাই করেছে। দুপুরে মুরগির গোশত দিয়ে বল্টুকে খেতে দেওয়া হয়েছে। বল্টুর তো ভীষণ মন খারাপ, সঙ্গে নিয়ে আসলো মস্ত বড় পাঙ্গাস মাছ আর তা তাকে খেতে দেওয়া হলো না।🥹🥹


রাতে শ্বশুর-শাশুড়ির পাশের ঘরে বল্টুকে শুতে দেওয়া হয়েছে। ✌️


ঘুমানোর ভান করে বল্টু নাক ডাকছে আর বলছে পাঙ্গাস, পাঙ্গাস।✌️✌️ 


তার এই পাঙ্গাস পাঙ্গাস শুনে পাশের ঘর থেকে শাশুড়ি ও জোরে জোরে নাক ডাকতে ডাকতে বলল কাইল খাইস, কাইল খাইস।🥴😁😂🤣