ভালোবাসার ছন্দ কষ্টের পিক | বাংলা ছন্দ | ছন্দ লেখা পিকচার কষ্টের

ভালো বাসার ছন্দ

ভালো বাসার ছন্দ

ভালোবেসেছি কাঠফাটা রোদ্দুরে, 
অনিচ্ছা সত্ত্বেও ভিজেছি বৃষ্টিস্নাত বর্ষায়;
হাড় কাঁপানো শীতে নির্ঘুম রাত্রি করেছি কত যাপন!
অবশেষে, সাজতে হয়েছে "কাকতাড়ুয়া"
আত্মাহীন, অনুভূতিহীন, মানুষরূপী।

___মেজবাহুল ইসলাম হৃদয়

কষ্টের ছন্দ

যে মানুষটার আপনাকে দেওয়ার মত 

      সময় পায় না, বিচ্ছেদের পর 

দেখবেন তার হাতেও অফুরন্ত সময়...!!

সুন্দর ছন্দ

জীবন হল বাচার জন্য।

মন হল দেবার জন্য।

ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।

বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।

ভালোবাসার ছন্দ স্ট্যাটাস

তুমি ভেবেছো _
তোমার বিরহে আমি লুটিয়ে পড়বো বার বার.? 
তবে শুনে রাখো _
তোমার দেয়া আ'ঘা'তে আমি ভাঙছি না আর"! 
___মারজানা ইসলাম মীম

বাংলা ছন্দ

আলো আঁধারীর মাঝে 

খুঁজে ফিরি।

একা একা কল্পনাতে 

তোমায় ভালোবাসি। 

ভালোবাসার কষ্টের ছন্দ

কেনো যেতে চাও, একা করে আমায়
এখনো হয়নি কিছুই, হয়নি পথের শুরু
দৃষ্টিতে প্রেম হলো, হৃদয়ের পূর্ণতা বাকি
দেখা হলো ক্ষণিকের, দেখার পূর্ণতা বাকি
হয় না আজও শেষ বিশ্বাসের
কেনো চাও দিতে দীর্ঘশ্বাস!

এই তো সেদিন, এসেছো কাছে
প্রভাতের হলো শুরু, উষ্ণ দুপুর গোধূলি ক্ষণ বাকি
সূর্যস্নান নামবে আঁধার, জোৎস্না দেখা বাকি
সাদা মেঘের ভেলায় ভাসালে, কালো মেঘের বাকি
দৃষ্টিতে প্রেম দিলে, বৃষ্টিতে ভেজা বাকি বাকি বৃষ্টির শেষে রংধনু দেখা
সাগরেরে ঢেউ দেখা বাকি, বাকি পাহাড়ের ঝর্ণা
কেনো রেখে যাও একাকী
দিতে চাও দু'চোখ ভেজা কান্না!

ভালোবেসে শিখালে ভালোবাসা
স্বপ্ন দিলে দু'চোখ ভরে
ভালোবাসার স্বপ্ন বাকি,
গান কবিতা হলে, উপন্যাসের বাকি
বাকি সবই বাকি
প্রাপ্তির খাতায় শুধুই অপূর্ণতা দেখি,
কেনো যেতে চাও, থেকে যাও
নামের পাশে নামের দাও পূর্ণতা, অতঃপর এ জীবন উৎসর্গ বাকি!!

__প্রসেনজিৎ বড়ুয়া।