ভালোবাসা কষ্ট
পাগলের মতো ভালোবাসতে ইচ্ছা করে কাওকে,,,
কিন্তু শেই পাগল হওয়ার মতো কাওকে
আজও পেলাম না 😍😍😍
ভালোবাসা কষ্টের স্ট্যাটাস
ভুল মানুষের সাথে জীবন
কাটানোর চেয়ে
একা থাকা অনেক ভালো!
ভালোবাসা কষ্টের গল্প
আমার রাজ্যে আমি রাজা🏰 👑
নাইরে আমার রাণী👑👸
রাণী খুঁজতে গেলে লাগে😜😁
পকেট ভর্তি Money🤑💸💵💴💶💰💳
ভালোবাসা কষ্টের গল্প
তুমি তোমার মতো চলো😉😉😉
কেও কি বললো তাতে "কান" দিওনা👂
সমাজ কত কি কয় আগে ও পিছে😜😜😜
তা ভেবে কষ্ট পাবে না😑😑😑
তুমি তুমার মতো চলো,, বুক ফুলিয়ে চলো👈👈👈
মাতা উচো করে চলো☝☝☝
এক মাত্র "আল্লাহ" ছাড়া আর কাওকে ভয় পেওনা,,,
ভালোবাসা কষ্টের কথা
আমি তাকে ঠকাইনি,
আমি তাকে তার প্রিয় জনের কাছে এগিয়ে দিয়েছি যাতে সে আমাকে তার পথের কাটা মনে না করে।
কষ্টের ছন্দ
সকাল দুপুর বিকেল গেল,
সূর্য ডুবে চাঁদ এলো,
এসেছিল আকাশের কিছু নীলিমা,
তবু তুমি এলেনা,
মন ও মন রে,
আমি তোরে কি করে বুঝাই,
মন ও মন রে,,
আমি তোরে কি দিয়ে মানাই,,,