দারুন মজার গল্প
শিক্ষক :- তুমি তো দেখছি কিছুই পারো না। শোনো..কাউকে বলবে না যে..তুমি কিছু জানো না। বলবে.. তুমি সব জানো। মনে থাকবে তো?
বল্টু :- হ্যাঁ, স্যার।
বল্টু বাড়িতে ফিরল। ফিরেই মা-কে সামনে পেল।
বল্টু :- মা..আমি সব জানি।
মা :- আরে.. ধুর বোকা। তোর পাশের বাড়ির আঙ্কেল তো শুধু চা খেতে এখানে আসেন। এর বেশি কিছু না। এই নে ১০০ টাকা। মুখ বন্ধ রাখিস।
বল্টু তো অবাক!! পরে বড় দিদির সামনে এসে দাঁড়াল।
বল্টু :- দিদি.. আমি সব জানি।
দিদি :- বাঁদর ছেলে কোথাকার! তোর রাজুদা শুধু পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য আসে। এর বেশি কিছু না। এই নে ২০০ টাকা। কাউকে কিছু বলবি না।
বল্টু এবার বৌদির কাছে গেল।
বল্টু :- বৌদি.. আমি সব জানি।
বৌদি :- এক চড় দেব। সব জানিস যখন মুখ খুলিস কেন?? এই নে ৫০০ টাকা, মুখ খুলবি না।
বল্টু তো খুশিতে আত্মহারা।
তারপর বল্টু তার বাড়ির প্রতিবেশীর কাছে গেল।
বল্টু :- কাকু কাকু…আমি সব জানি
প্রতিবেশী :- (অশ্রুসিক্ত হয়ে) সব জানিস যখন তাহলে আর কাকু বলে ডাকছিস কেন?? আয় খোকা… আমার বুকে আয়..
🙂🙂🙂
বল্টুর মজার গল্প
বল্টু, পল্টু, আবুল,
মফিজ ৪ জন 5 Star হোটেলে ডিনার
করছে।
.
→ডিনার শেষে ৪ জনই বিল দেওয়া নিয়ে
তর্ক
করছে। এ বলে..আমি বিল দেব... ও বলে...
আমি বিল দেব।
→হোটেলের ম্যানেজার এই কান্ড দেখে মনে
মনে হাসছে আর বলছে....পৃথিবীতে এখনো
এরকম
বন্ধুত্ব দেখা যায়!!! বিশ্বাস হয় না ।
।
→এক পর্যায়ে ৪ জন মিলে সিদ্ধান্ত নিল
যে.....একটি দৌড় প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতায় যে জয়ী হবে.. সে বিল
পরিশোধ করবে।
→হোটেলের ম্যানেজার হুইসেল বাজাল। ৪
জন একসাথে দৌড় দিল। ম্যানেজার তাদের
উৎসাহ দিতে লাগল।
।
→সেই যে তারা দৌড় দিল আর ফিরে আসে
নি।
।
(ম্যানেজার আজও চেয়ে থাকে সেই গেটের
দিকে কখন যেন ঐ ৪ জন বিল নিয়ে ফিরে
আসে).....
Writer -ছামিয়ান ছাকিব_তালুকদার