শিক্ষা মূলক গল্প
একজন জ্ঞানী ব্যক্তি কে প্রশ্ন করা হলো.?
কেন আল্লাহ তায়া’লা তার বান্দাদের দোয়া কবুল করেন না.?
জ্ঞানী ব্যক্তি বললেন,
আমি আল্লাহর কাছে শক্তি চাইলাম, তিনি আমাকে নানা কষ্টের সম্মুখীন করলেন, যাতে আমি শক্তিশালী হতে পারি।
আমি আল্লাহর কাছে জ্ঞান চাইলাম,
তিনি আমার সামনে নানা সমস্যা তৈরি করে দিলেন যাতে আমি সেগুলো সমাধানের উপায় বের করতে পারি।
আমি আল্লাহর কাছে সাহস চাইলাম,
তিনি আমাকে বিপদের মুখোমুখি দাঁর করালেন, যাতে আমি সকল বিপদাপদ পার হওয়া শিখতে পারি।
আমি তার কাছে ভালোবাসা চাইলাম,
তিনি আমাকে অসহায় মানুষের কাছে নিয়ে গেলেন, যাতে আমি তাদের ভালোবেসে সাহায্য করতে পারি।
আল্লাহ তায়া’লা বান্দার প্রতিটি দোয়াই কবুল করেন,
তবে তার পদ্ধতিতে,
বান্দার চিন্তার মতো নয়।
সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহ তায়া’লা আমাদের সবাইকে ঈমান অবস্থা থাকার এবং ইসলামের দায়ী হ'য়ে কাজ করার এবং উনার ডাকে স্বারা দেয়ার তাওফিক দান করুন আমিন 🤲