গর্ভবতী মায়ের আমল ও দোয়া
গর্ভবতী মহিলা নিয়ে হাদীস ভিত্তিক কিছু কথা____
১. গর্ভাবস্থায় বেশি বেশি দোয়া করা উচিৎ। কেননা এই সময়ের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন।
২. একজন গর্ভবতী মহিলার ২ রাকাআত নামাজ গর্ভহীন মহিলার ৮০ রাকাআতের চেয়ে উত্তম।
৩. গর্ভবতী মহিলার প্রত্যেক রাত এবাদত ও দিন গুলো রোজা হিসেবে গন্য হবে।
৪. একটি সন্তান ভূমিষ্ট হলে ৭০ বৎসরের নামায রোজার নেকি মহিলার আমল নামায় লিখা হয়।
৫. প্রসবের সময় যে কষ্ট হয়, ব্যথা হয় প্রতিবারের ব্যথার কারণে হজ্জের সওয়াব দান করা হয়।
৬. সন্তান প্রসবের ৪০ দিনের মধ্যে মা মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়।
৭. যে মহিলা বাচ্চাকে দুধ পান করান।তিনি প্রতি ফোটা দুধের বিনিময়ে একটি নেকি লাভ করেন।
৮. যদি বাচ্চা কাঁদে আর "মা" কোনো প্রকার বদ দোয়া না দিয়ে তাকে দুধ পান করান, আল্লাহ্ তাকে এক বৎসরের নামাজ ও এক বৎসরের নেকি দান করেন।
৯. যখন বাচ্চার দুধ পান করানো হয়ে যায় তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে সে মাকে সু সংবাদ দান করে যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
১০. যে মহিলা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারে না। তিনি ২০ জন গোলাম আযাদ করার নেকি পান।
১১. যে মহিলা তার অসুখের কারনে কষ্ট ভোগ করেন এবং তারপরও সন্তানের সেবা করেন। আল্লাহ পাক এ মহিলার পিছনের সব গুনাহ্ মাফ করে দেন। এবং ১২ বৎসরের ইবাদতের সওয়াব দান করেন।
তাই গর্ভাবস্থায় আমাদের বেশি বেশি আমল করা দরকার।
আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন