শিক্ষনীয় গল্প ও শিক্ষামূলক ঘটনা | শিক্ষামূলক পোস্ট

 শিক্ষামূলক ইসলামিক গল্প

শিক্ষামূলক ইসলামিক গল্প

একটি শিক্ষামূলক গল্প...

একটি শিশু কুয়োতে পড়ে যাচ্ছিলো এমন সময় কুয়োতে ঝুলে থাকা রশ্মি ধরে কোনোরকম জীবন বাচাঁনোর চেষ্টা করছিল। কিন্তু একটি কালো ইঁদুর এবং একটি সাদা ইঁদুর সেই রশ্মিটিকে তাদের ছোট্ট দাঁত দ্বারা অনবরত কেটেই চলেছে।এদিকে কুয়োতে থাকা একটি সাপ শিশুটিকে কখন জানি ছোবল মারবে।এমনি এক ভয়াবহ মূহুর্তে শিশুটি দেখতে পেল রশ্মিটিতে সামান্য পরিমাণে একটু মধু লেগে আছে। শিশুটি রশ্মিতে লেগে থাকা মধু খেতে লাগলো এবং কিভাবে সে কুয়ো থেকে উপরে উঠে আসল সে টেরেই পেলোনা।.....


সেই শিশুটি কে জানেন? সেই শিশুটি আমি আপনি আমরা সবাই।আর রশ্মিটি হলো আমাদের জীবন।কালো ইঁদুর, সাদা ইঁদুর হচ্ছে রাত ও দিন যা আমাদের রশ্মি নামক জীবনকে কাটছে অর্থাৎ আমাদের হায়াত ফুরিয়ে আসছে।আর সাপটি হলো আযরাঈল (আ.),কখন জানি আল্লাহর হুকুমে জান কবজ করে।এবং সেই কুয়োটি হলো কবর।আর রশ্মিতে লেগে থাকা মধু হলো এই দুনিয়া। মধু খেয়ে শিশুটি যেমন টেরেই পেলোনা যে সে কিভাবে উপরে উঠে আসল তেমনি এই মধু নামক দুনিয়ার মোহে পড়ে আমরা ভুলে যাই যে আমাদের ও একদিন চলে যেতে হবে পরপারে।। 


এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাবো। কেউ বেঁচে রবোনা এই দুনিয়াতে।।

ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। দুনিয়ার লোভ লালসা থেকে হেফাজত করুন।( আমিন )...

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

ছোট্ট একটি মেয়ের শিক্ষামূলক গল্প 

এক ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট মেয়েটিকে দেখে খুব খুশি হলো,সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে

বললো,


মামুনি ‘ তুমি এখান থেকে কিছু চকলেট নাও ? কিন্তু মেয়েটি নিলো না। দোকানদার এতে ভীষন অবাক হয়ে গেল! এত ছোট একটা মেয়ে কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না? তাই সে তাকে আবার নিতে বললো!


এবার মেয়েটার মাও শুনতে পেল এবং বললো,’তুমি চকলেট নিতে পারো আম্মু!


এরপরেও মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিলোই না তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিলো!


এবার মেয়েটি চকলেট নিলো এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো।


বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, যখন দোকানদার আংকেল তোমাকে চকলেট নিতে বললো তখন নিলে না কেন আম্মু? আপনি কি ধারনা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিলো? সে বললো,

”আম্মু!আমার হাত অনেক ছোট,তাই আমি যদি

চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম। কিন্তু আংকেল যখন দিলো তখন সে তার বড় বড় হাত দিয়ে দিলো,তাই দেখো, আমি কত বেশি চকলেট পেলাম !

শিক্ষাঃ- আমরা যখন আল্লাহর পৃথিবীর কিছু নেই তখন খুব কমই নিতে পারি,কিন্তু যখন আমাদের ভাল কাজের প্রতিদানে আল্লাহ আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমানে দেন যা আমরা চিন্তাও করতে পারি না । তাই আমরা যেন সবসময় আল্লাহর উপর ভরসা করে চলি। আমিন।