জীবনকে উপভোগ করার ১২টি উপায় ও বাস্তব জীবনের গল্প

 বাস্তব জীবনের বাস্তব সত্য কথা

বাস্তব জীবনের বাস্তব সত্য কথা

জীবনকে উপভোগ করার ১২টি উপায়- ❗

১. নিজের সিদ্ধান্ত নিজেই নিন।

২. নিজের ব্যক্তিস্বাধীনতার সাথে কখনো আপস করবেন না।

৩. নিজের মতামত ও ইছাকে প্রাধান্য দিন।

৪. আবেগের ঊর্ধ্বে উঠুন।

৫. ভুল মানুষের সাথে জীবন অতিক্রান্ত না করে সঠিক বন্ধু নির্বাচন করুন।

৬. নিজের জন্য বিনোদনের যথেষ্ট সময় রাখুন।

৭. জীবনে ভুল বলে কিছু নেই; তবে যাহাই ঘটুক না কেন, ঘুরে দাঁড়াতে হবে।

৮. একলা পথচলা শিখুন।

৯. কারো প্রতি নির্ভরশীলতা পরিহার করুন।

১০. নিজের চলার পথ নিজেই তৈরি করুন।

১১. নিজেকে অন্যের ব্যবহৃত জিনিস বানাবেন না।

১২. নিজের লক্ষ্যে সর্বদা অটুট থাকুন।

বাস্তব জীবনের ফেসবুক স্ট্যাটাস

ভালাে মানুষ সাজা সহজ

কিন্তু..

ভালাে মানুষ হওয়া খুব

কঠিন...!

বাস্তব জীবনের গল্প

জীবনে আপন মানুষ থাকতে নেই...

কারণ এই আপন মানুষগুলোর কথার আঘাত অসহ্যকর!🙂

বাস্তব জীবনের শিক্ষণীয় গল্প

যে সম্পর্ক মানসিক যন্ত্রণা

দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি

করে, এবং অসম্মানিত করে

সে সম্পর্ক জীবন থেকে মুছে

ফেলা উচিত। সে হােক বন্ধু,

আত্মীয় কিংবা খুব কাছের

প্রিয় কেউ।

বাস্তব জীবন নিয়ে উক্তি

-🌿-নিজেকে ভালোবাসতে হবে জীবনে-🤔

  অনেকেই--🥰🥰

     😈 - আসবে জাবে কিন্তু সবশেষে -

         -তুমি তোমার হয়ে থাকবে ---💘❤️‍🩹

বাস্তব জীবনের কথা

তুমি সবার প্রিয় কখনােই

হতে পারবে না।

কারন তুমি মানুষ, টাকা না।