অনেক কষ্টের গল্প
- এই ছেলে এদিকে আসো?🙂
- জ্বি স্যার।🙁
-তুমি কি এই কলেজের ছাত্র?🥴
-হ্যা স্যার?🤨
-আমার তো মনে হয় না?🙄
-কেন স্যার?🤨
-অন্য সব ছাত্রদের দিকে তাকাও?🙄
-স্যার আসলে......………………… !!😏
হইছে আর বলতে হবে না!তোমার মত
অপরিষ্কার/নোংড়া একটা ছেলেও
আমাদের কলেজে নাই।🙂
ক্লাসের সবাই হাসাহাসি করে
তোমাকে নিয়ে তবুও লজ্জা হয় না
তোমার?🙄😑
চুলের কি অবস্থা,গা থেকে ঘামের গন্ধ
আসছে!!তারপরও কি তুমি বুঝতে পারো
না !!!
-স্যার আজ সকালে ভাত খেয়ে এসেছেন?🤨
-হ্যা অব্যশ্যই।😏
-কলেজ থেকে ফিরে একটু রেস্ট নিয়ে হয়
তো রিমোট হাতে নিয়ে খেতে
বসবেন,আবার এসি ছাড়া তো ঘুমাতেও
পারেন না?😏
ঠিক না স্যার?🥺
-এসব বলার মানে কি?😕
-স্যার যানেন প্রতিদিন আমি না খেয়ে
আসি?বাবা সেই ছোট বেলায় মারা
গেছে,রিক্সা চালিয়ে যা পাই
সেটা দিয়েই আমার চলে যায়।😔
একদিন রিকশা না চালাতে পারলে
হয়তো সেদিন আর পেটে ভাত জোটে
নাহ্!☺
মা বেঁচে আছে তবে খুব অসুস্থ্য
প্রতিদিন ঔষধ কিনতে হয়।আপনারা
হয়তো এক বেলা খেতে না পারলে
রেগে যান !
আর আমি মাঝে মাঝে না খেয়েই দিন
পারি করে দেই মায়ের ঔষধ আনতে হবে
বলে।🙂
স্যার যানেন!এত কষ্টের পরও যখন রাতে
মায়ের মুখে দুটো ভাত তুলে দেই সে
সময় আমার মত
খুশি পৃথিবীতে আর কেউ হয় না !!☺
যানেন স্যার,মা আমায় কোনদিন ক্ষেত
বলে ডাকেনি!কোনদিন অপরিষ্কার
বলেনি !!🙂
যখন রিকশা চালিয়ে ঘামে ভিজে
মায়ের সামনে আসতাম,🙂
জানেন স্যার;তখন মা তার কাপর দিয়ে
আমার ঘাম মুছে দিয়ে কপালে চুমু একে
দিতো।☺
সত্যি স্যার,মা কোনদিন বলতো না
ঘামের গন্ধ বেরুচ্ছে।🙂
আপনারা হয়তো আপনাদের সন্তানের জন্য
ভালো ভালো কাপড় কিনে রাখছেন!
ভালো খাবার খাওয়ান।😏
কিন্তু আমি আমার মায়ের সেই পবিত্র চুমু
খাওয়ার জন্য হাজার বার ঘাম ঝড়াতে
রাজি আছি।হাজার-টা কলেজ ত্যাগ
করতে পারি।🙂
কারণ আমার মা ই আমার সব,আর হ্যা স্যার
আমি আর কলেজে আসবো না।🙂
কোলাহলপূর্ণ ক্লাসটা একটা সময় নীরব,
নিশ্চুপ,নিস্তব্ধ হয়ে গেল।😔
-স্যার আপনার চোখে পানি?😭
-অজান্তে চলে আসলো।তা কলেজে
আসবি না মানে?😟
-স্যার আপনাদের সমস্যা হয়?😕
-কোন সমস্যা হবে না।আরে আমাদের
কলেজের গর্ব তুই।সত্যি তর মত কষ্ট করে
কেউ লেখাপড়া করতে পারবে নারে।😟
আশাকরি তোর মায়ের সপ্ন পূরণ করতে
পারবি?☺
আর হ্যা কলেজের সমস্ত বেতনের খরচ আমি
নিলাম।😊
গরীব ছেলের আত্মকাহিনী 🙂😢