কবিতা আবৃত্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবি
দের আড্ডা হচ্ছে,,😬
:
বল্টু সেখানে সবার জন্য চা বানিয়ে
নিয়ে গেছে, বল্টুর বানানো চা
খেয়ে,,☕
:
প্রথমে কবিগুরু বললেন.... আমারো
পরাণো যাহা চায় তার কিছু নাই,
কিছুই
নাহি এই চায়ে গো,😅
:
এটা শুনে বিদ্রোহী কবি নজরুল লাফ
দিয়ে উঠে বললেন,,
আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন
হব শান্ত, যদি ভালো করে কেউ চা
বানিয়ে আনতো,,
:
নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ
দাস বললেন,,
আর আসিবনা ফিরে রবি ঠাকুরের নীড়ে,
গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে
পুড়ে,,
:
খানিক পরেই কবি সুকান্ত বললেন,,
কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা
চা না যেনো ঝলসানো ছাই,🥲
:
হেলাল হাফিজ তখন গুমরে বললেন,, নষ্ট
পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা,
কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে
কিতা,,
:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নরম কন্ঠে
বললেন,,
ভাল আছি, ভাল থেকো,
চায়েতে চিনি বেশি মেখো,,😇
:
তা শুনে কবি নির্মলেন্দু গুন বললেন,,
আমি হয়তো মানুষ না
মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম
না,,😁
পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে
সবার পানে তাকিয়ে বললেন,, ওরে ওরে
অধম,
ওরে কাঁচা,
ভালো করে চা বানিয়ে আমাকে তুই
বাঁচা,,।😅🤣
সর্বশেষ আমি,পাঠক-পাঠিকা আপনারা সবাই ধন্য,