অনেক কষ্টের গল্প | মা ছাড়া পৃথিবীতে সন্তানের কতটা কষ্ট হয়

 মা ছাড়া সন্তান

মা ছাড়া সন্তান

চাপা কষ্টের স্ট্যাটাস

মৃ'ত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি।

ওমা; তুমি নেই, তাও বেশ ভালো আছি।

নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়...!

বাসী তরকারি, পঁচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালই পেট ভরে যায়।

মা, ওমা! জানো? আমি এখন শার্ট ধুঁতে পারি। তাই প্রতিদিন বাড়ি শুদ্ধু সব লোকের কাপড় ধুঁই আমি।

জানো মা.........

পড়তে এখন আমার আর ভালো লাগে না। আমার এখন আর কোন বই নেই, আমার এখন কোন

খাতা নেই, কলম নেই, নেই কোন স্কুল ব্যাগ।

জানো মা? আমার নতুন ছোট ভাইও আমায় প্রায় লাথি দেয়। আমায় ভীষণ ভালবাসে কিনা তাই...!

ওকে আমি প্রতিদিন জুতো মোজা পড়িয়ে দেই

মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই, এতে আমার আনন্দ হয় মা। 

তোমার দেয়া খাট-বিছানাটায় এখন ভাই শোয়।

ওঁর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো?

আমি সিঁড়ির নিচে মাঁদুড় পেতে শুই,

আমার একটুও কষ্ট হয়না...


মা জানো..?

ঈদ এলে আমি পুরনো কাপড় পাই।

সে কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারী দেখায় মা!

যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী!

মা জানো?

বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই, তোমার শেষ পড়নে যে কাপড় ছিল ওটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা,ওটা জুড়ে যে তোমার গন্ধ.........!

ঐগন্ধে আমার আর ভয় হয় না মা আমার....!

মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছ বুকে।

একটা কথা রাখবে?

আমায় কয়েকদিনের ছুঁটির ব্যবস্থা করে দেবে???তোমার কাছে গিয়ে থাকব দু'দিন একটু

শান্তিতে ঘুমাব তোমার বুকে.....

মা হারা সন্তানের কষ্ট

এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।


পরে তার বাবা আর একটা বিয়ে করল।


একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস


করল...


বাবা, বলতো তোমার


নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?


বাচ্চাটি বলল, আমার


নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।


বাবা তার ছেলের


কথা শুনে চমকে গেল


এবং বলল কেন বাবা...?? তোমার যেই মা


তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?


বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি


করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন


দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া


দাওয়া বন্ধ করে দিব।


তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন


সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে


নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো।


আর আমার নতুন মা বলে তুই যদি


এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।


সত্যি সত্যি আজ তিন দিন যাবত


আমাকে কোন খাবার দেয়া হয় নি।


নিজের মায়ের মত 

মা, পৃথিবীতে


কেউ হতে পারে না............. ❤️