মজার গল্প | পুরানো মজার গল্প | ছোট মজার গল্প

দুই বন্ধুর মজার গল্প

দুই বন্ধুর মজার গল্প

 রাতে দুই মাতাল টর্চ জ্বলিয়ে‌‌ রাস্তা দিয়ে হাটতেছে ..!🥹🫰


১ম মাতাল: আগে শুনতাম দুনিয়া নাকি ঘুরে, আজ তা বুঝলাম ।


২য় মাতাল: রাখ তর ঘুরা ঘুরি । একটা

চ্যালেন্স দিলে পারবি???


১ম মাতাল: কি???


২য় মাতাল: আমার এই টর্চ জ্বালিয়ে

আলো উপর দিকে তাক করে দরব, আর তুই

আলো বেয়ে উপরে উঠতে পারবি???


১ম মাতাল: আমারে কি মাতাল

পাইছত???


২য় মাতাল: কেন???


১ম মাতাল: আমি আলো বেয়ে উঠি আর তুই টর্চ নিবিয়ে দে, আর আমি যেন না নামতে পারি!!!🫤🫤🫤

মজার গল্প ফেসবুক

ছোট্ট বল্টু বরাবরই খুব বুদ্ধিমান,🙂

.

.

নারীদের

সন্মান করতে পিছপা হয় না ।

.

একদিন বাসে একটা মহিলা

দাঁড়িয়ে ছিল!

.

তো বল্টু বলে উঠল,

.

"আন্টি আমি উঠে

যাই,

আপনি আমার জায়গায় বসে যান।"

.

এ কথা বলার সাথে সাথে

মহিলাটি বল্টুকে ধমক দিয়ে এক চড়

দিল!!!!!!

.

কিন্তু কেন????

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

আসলে বল্টু তখন তার বাবার কোলে

বসে

ছিল!!!😂😂

পাগলের মজার গল্প

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে 

বৃদ্ধ একাই ছিলো।

হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের 

ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো। 

ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।

হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ 

"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে 

থামিয়ে দেই।" 

#২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ 

শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"

#১ম যুবকঃ "আমরা একশো টাকা করে 

চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী 

সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো। 

Let's fun friends" (বারোশো টাকা 

তুলে ১ম যুবকের পকেটে রাখলো)


#৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে 

ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো 

টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২

জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"

বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে 

বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের 

বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে 

ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে 

চেইনটা টান দিতেই। টিটি চলে এসে 

জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"

যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ 

"ঐ চাচা মিয়া টেনেছে।"

টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন 

টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা 

ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার 

করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই 

টেনেছে। হো হো হো হো........."


বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ 

"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন 

টেনেছি।"

টিটি বললোঃ "কি বিপদ?"

বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার 

গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা 

ছিনতাই করেছে।"

টিটি বললোঃ "কি সর্বনাশ?"

বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে 

টাকা আর ঐ ব্যাগে ছুরি।"

টিটি পুলিশ কল করে ১২জন যুবককে 

গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।

তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে 

যুবকগুলোকে বললোঃ 

"এইগুলো বাতাসে পাকে নাই"