মজার মজার গল্প
রিপন, আরিফ, শামিম !!
৩ বন্ধু মদ খেয়ে মাতাল হয়ে রাতে একটা গাড়িতে উঠল!!
ড্রাইভার বোঝতে পারল যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল এবং সাথে সাথে বন্ধ করে ফেলল।
আর তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে.
৩ বন্ধু গাড়ি থেকে নামল।
তারপরঃ-
আরিফ,:-ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানালো,,
শামিম:- নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন রিপন ড্রাইভারকে কষে দিল একটা থাপ্পর। ড্রাইভার মনে করল যে লোকটা বোধ হয় মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে.
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করলঃ থাপ্পর মারলেন কেন??
রিপন:- শালা, এত স্পীডে কি কেউ গাড়ি চালায়! মাইরাই তো ফালাইছিলি একটুর জন্য। 😐😯🤣🤣
মজার মজার গল্প
"দুটো পাগল মেন্টাল হাসপাতাল
থেকে পালানোর প্ল্যান করলো"
১ম পাগলঃ আমরা সকাল সকাল
মেইন গেটে গিয়ে পাহারাদার কে খুব
করে মারবো, তারপর গেট খুলে পালিয়ে যাবো।
২য় পাগলঃ হ্যাঁ, এটাই ঠিক হবে।
পরেরদিন পাগল দুটো তাদের প্ল্যান মতো মেইন
গেটে উপস্থিত হলো, কিন্তু গেটে কোনো
পাহারাদার ছিল না, আর গেটও খোলা ছিল।
পাহারাদার কে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে,
১ম পাগল বললঃ ইসসসসসস..... আমাদের প্ল্যানটাই
ভেস্তে গেল। শালা পাহারাদারটা কোথায় মরতে গেছে কে জানে !!! আজ ও থাকলে আমরা পালিয়ে যেতে পারতাম..।
২য় পাগলঃ হুমমমমম.মেইনগেটও বন্ধ নেই যে, খুলে পালিয়ে যাবো।
আজ ফিরে যাই চল.
অন্যদিন আবার ট্রাই করবো।