মায়ের কষ্ট নিয়ে গল্প | মা কবিতা | সন্তান হারা মায়ের কষ্ট

 মায়ের কষ্ট

মায়ের কষ্ট

'মা' তুমি যদি যাও গো মরে,

সইবো আমি কেমন করে!

কি করে কিনবো আমি কাফনের কাপড়,

এই দু'হাতে কেমন করে দিবো কবর!

ছোট্ট গর্ভে দশটি মাস দিয়েছিলে ঠাঁই,

ছিলো ব্যথা কতটা, তাও তোমার অভিযোগ নাই!

ধরণীতে আসার পরেই তোমার হাসি মুখ,

আমায় ঘিরে ছিলো তোমার এক পৃথিবী সুখ।

ভালো খাবার আমাকে দাও,

সবার শেষে 'মা' গো তুমি খাও।

খেতে বললে জবাব তোমার ইচ্ছে 'বাবা' নেই,

গলা উঁচিয়ে বলো বাবা তোকে মাছের পিসটা দেই?

সেই তোমাকে কেমন করে

রাখবো বলো অন্ধকার কবরে?

তুমি যদি যাও গো চলে

মাথা রাখবো কার কোলে?

বড়ো যখন মাগো হতে থাকি

মনে পড়ে তোমার সেই দু'আঁখি,

যে আঁখিতে ঘুম নেই অশ্রু কেবল ঝরে

যে শুনেছো ছেলে আমার কাঁতরাচ্ছে জ্বরে! 

সন্তান হারা মায়ের কষ্ট

তোমার ঋণ শোধ হবে না

শোধের পরিমাণও করা যাবে না,

এই জীবনে পারবো না থাকতে তোমায় ছাড়া,

তুমি আমার জীবনে 'মা' সব থেকে সেরা!

"মা" 

লেখা ও ছবি-আফরোজা 🌸

মায়ের কষ্টের ছন্দ

৯ মাস পেটে,

৩ বছর বুকে আর

সারা জীবন হৃদয়ে রাখেন

সে হচ্ছে আমাদের

"মা"

মায়ের কষ্টের স্ট্যাটাস

পেটের ভেতর নড়াচড়া ব্যাথায় কান্না আসে!

ছোট্ট খোকার মুখ দেখিয়া জননীর চোখ হাসে!

প্রসব ব্যথা উঠার কালে খোঁজেন দা আর বটি,

চাইছে ম*র*ণ ব্যাথার কারণ করে কান্নাকাটি!


ধরণীর মুখ দেখলো শেষে কান্না ভাষার মুখে,

প্রসব ব্য*থা ভুললো মাতা সন্তান নিয়ে বুকে!

র*ক্তের স্রোতে ভেসে এলো ছোট্ট খোকন সোনা,

কা*ন্না ছেড়ে হাসবে খোকা শুরু হিসেব গোনা।


মলমূত্র যে করছে কখন নেইতো খোকার জানা,

জেগে জেগে রাত্রি কাটায় ভেজা মা'র বিছানা।

ছোট্ট গলায় কাশি হলে বন্ধ খানাপিনা!

"আমার বাবার শীত করেছে ভুল খেয়েছি কিনা!"


সাল চার পাঁচে আহার নিলে মায়ের বুকের দুগ্ধ,

সেই আহারে শিখলে তুমি করতে জীবন যুদ্ধ।

হায়রে ছেলে বড় হলে ভুলেই গেলে মাতা!

মায়ের মুখে বলতে শিখে বলেছো তাঁকে যা তা।


কোথাও তুমি বিয়ে করে করলে ভিন্ন হাঁড়ি,

কোথাও আবার রেখে আসছো বৃদ্ধাশ্রমের বাড়ি!

তবু সদাই মুখে মায়ের তোমার তরে দোয়া,

নয়তো দোয়া সেটাই তোমার জাহান্নামের ধোঁয় .