মেয়েদের জীবন নিয়ে স্ট্যাটাস
😷মেয়েদের জীবনী😷
💕💕 একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কি?
জবাবে মেয়েটি বলতে লাগলো
১! বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বউমা।
২! আগে আমার মুখে সবাই খাবার তুলে দিতো,,আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয়।
৩! আগে একটু ব্যাথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম,,আর এখন অনেক ব্যাথা পেলেও একটা শব্দ ও করিনা।
৪! আগে হাসার জন্য মা বকতো। আর এখন কাঁদতে গেলেও ভয় হয়।
৫! আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো,,কিন্তুু এখন ভিতর টা চুর/মার হয়ে গেলেও কেউ বুঝে নাহ।
৬! আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম,, এখন অন্যের পছন্দের উপর ডিপেন্ড করতে হয়।
৭! আগে ঘুরতে অনেক ভালো লাগতো,এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি।
৮! আগে নাচতাম গাইতাম,, কিন্তুু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি।
৯! আগে ভাবতাম বাহিরের জগৎ টা তে অনেক শান্তি।
কিন্তুু এখন বুঝি মায়ের আচলের নিচেই শান্তিতে ছিলাম।
১০! আগে ইচ্ছে করলেই মা কে হুটহাট জড়িয়ে ধরা যেতো,,আর এখন জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়।
💕💕এটাই হলো মেয়েদের বাস্তব জীবন ..........!
মেয়েদের জীবন
নারীর মন যে পেয়েছে,
সে পুরোটাই পেয়েছে,
যে এই দুটি অঙ্গই শুধু চেয়েছে,
সে আসলে নারীর কিছুই পাইনি...
মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা
বেশিরভাগ পুরুষই নারী বলতে বুঝে,
এই দুটি অঙ্গ,.....
এই দুটি অঙ্গ ছাড়াও!
আপনাকে দেওয়ার মতো
একটা নারীর আরও অনেক কিছু থাকে,
যা পেতে হলে নারীকে,
ভালোবাসতে হয় আর সঙ্গ দিতে হয়...