মজার গল্প
বল্টুর অফিসের কাজে মন
বসে না। তার গা
ম্যাজম্যাজ করে,
মেজাজটাও খারাপ হয়ে
থাকে।
বস একদিন ডাকলেন তাকে। শোনো, এভাবে তো চলবে
না। তোমাকে চাঙা হতে
হবে।
আমারও এরকম হতো আগে।
তখন কী করতাম জানো?
লাঞ্চ আওয়ারে বাড়ি চলে যেতাম। তোমার ভাবীর
হাতের মজার রান্নাখেয়ে,
ঘন্টাখানেক তাকে চুটিয়ে
আদর সোহাগ করতাম !
হে হে, বুঝতেই পারছো,
কী বলতে চাইছি। এরপর থেকে আমি একদম
চাঙা, কোন সমস্যা হয় না।
তুমিও ওরকম একটা কিছু করে
দেখো, ফল পাবে।
সপ্তাহ খানেক পর বস
দেখলেন, অফিসে বল্টুর কাজ চলছে দারুণ। টেলিফোন,
ফ্যাক্স, কম্পিউটার নিয়ে
দক্ষযজ্ঞ কান্ড একেবারে।
বস হাসলেন, কী মিয়া,
পরামর্শ কাজে লাগলো?
বল্টু উৎফুল্ল গলায় বললো, জ্বি স্যার, একেবারে হাতে
হাতে। আর ভাবীর হাতের
রান্না তো অপূর্ব!
লেখক:ছামিয়ান ছাকিব তালুকদার
মজার পোস্ট
👉পাশের বাসায় নতুন ভাড়াটে এসেছে। ফ্যামিলিতে একটা পিচ্চি মেয়ে আছে। ফুটফুটে মেয়ে। গোল গোল চোখ। চেহারায় প'ন্ডিত প'ন্ডিত ভাব। বাসার নিচে পেয়ে আলাপ জমাবার চেষ্টা করলাম। ✌😊😊
- কি নাম তোমার? 🤔
- অপিরিচিতদের কে নাম বলি না। আগে তোমার নাম বল।🫤 ( মুখ বাঁকিয়ে বলল মেয়েটি। )
( আশেপাশে তাকালাম। কেউ নেই। অপমানজনক ঘটনা কেউ দেখেনি তাহলে।😁✌ )
.
- আমি তোমার পাশের বাসায় থাকি। আমার নাম "নীলয় " এখন তোমারটা বলো।😊😊
.
- তিতলি।✌ তোমার নামটা এইরকম কেন ? নীলয় না লাল?🤔 আবার বল তো। না হলে মনে থাকবেনা।😒😒
.
- নীলয় …😊😊
.
- হুম মনে থাকবে এখন।" গম্ভির মুখে বলল তিতলি।☹️☹️
.
- কোন ক্লাসে পড়? 🤔
.
- এবার ক্লাস টু'তে ভর্তি হয়েছি।😊 আর তুমি?🤔
.
- আমি…? কম্পিউটার ডিপ্লোমা করি ।☺️☺️
.
- কম্পিউটার ডিপ্লোমা! তাহলে আমার থেকে অনেক বড়।😳😳
.
- কেন বড় হলে সমস্যা ? 🤔
.
- অভিয়াসলি… (কোমর হাত দিয়ে জোর গলায় বলল তিতলি)।✌
.
- কি সমস্যা? 🤔
.
- তুমি যদি প্রপোজ করে বসো তবে…। এত ডিফরেন্স 😟😟
.
( আমি হতবাক। গায়ে চিমটি কাটলাম। নাহ বাস্তব জগতেই তো আছি। 🙃)
.
- আমি তোমাকে প্রপোজ করব কেন? 🤔
.
- ও মা…তুমি ছেলে আর আমি মেয়ে। সেজন্য…🫣
.
( এই মেয়েটা ক্লাস টু'তে পড়ে! বিশ্বাস হয় না। )
.
- তা তোমাকে এই পর্যন্ত কয়জন প্রপোজ করেছে ? 🤔
.
- দুই জন।✌️ একজন আমার ক্লাসমেট আর আরেকজন ক্লাস ফোরে পড়ে।🫣 দুজনকে
পাত্তাই দেই নি। ✌️✌️
.
- পাত্তা দাওনি কেন? 🙃🤔
.
- ওদের হাতে মানিব্যাগ থাকেনা। আর তারা রিক্সা দিয়ে স্কুলে আসে তো… তাই।😞😔
.
- আমি প্রপোজ করলে একসেপ্ট করবে?🤔🫢
.
- তোমার বাইক আছে ? 🤔
.
- না…🙂
.
- তাহলে তো টাইম হবে না।🙃😛
.
ঢোক গিললাম। আর কথা না বাড়িয়ে তিতলি "গুড বাই" বলে চলে আসলাম । আর কতো যে অপমানজনক ঘটনা ঘটবে কে যানে ।😁
মজার ফেসবুক স্ট্যাটাস
বল্টু একদা স্কুল থেকে বাড়ি ফিরছিল...🥹🫰
হঠাৎ তার সামনে দুইটা বস্তির ছেলে মারা মারি করে..!🌝
একজন বলে কুত্তার বাচ্চা এবং অন্যজন বলে শুয়ারের বাচ্চা ।
😧
বল্টু ভদ্র পরিবারের ছেলে..!🙂
তাই সে গালি দুটির অর্থ বুঝতে পারেনি..!🤭
বাসায় এসে বাবাকে বললো..😌
বল্টু : বাবা কুত্তার বাচ্চা অর্থ কি..?🤔
বল্টুর বাবা অবাক হয়ে
গেল, ছেলেকে তো অভদ্র ভাষা শিক্ষা দেয়নি ।😑
বাবা : ইয়ে মানে.কুত্তার বাচ্চা মানে হল অতিথি ।🥱
এবার বল্টু তার মায়ের কাছে গিয়ে বললো..!🤗
বল্টু : আচ্ছা মা শুয়ারের বাচ্চা মানে কি..?😏
বল্টুর মাও হতভংগ হয়ে গেল..!😕
মা : শুয়ারের বাচ্চা মানে হল পিতা মাতা..!☺️
বল্টু এবার নতুন দুটি শব্দ শিখলো😌
একদিন বল্টুর বাবা মা বল্টুকে বাসায় রেখে শপিং করতে গেছে..!😒
কিছুক্ষনপর বল্টুর বাসায় মেহমান এসে কলিং বেল দিলে বল্টু তাদেরকে দেখেই বললো আরে কুত্তার বাচ্চারা দাড়িয়ে আছেন কেন..!ভিতরে আসুন..!😁
শুয়ারের বাচ্চারা একটু শপিং করতে গেছে..!🥹🫰
অতিথি: বেহুঁশ🫤🫤🫤
মজার স্ট্যাটাস
বল্টু যখন জীবনের প্রথম রেস্তোরায় খেত্র যায়,🧆
বল্টু ফিটফাট হয়ে সেজে নিজের মধ্যে ভীষণ চালাকি ভাব নিয়ে রেস্তোরায় প্রবেশ করলো,। 😎
এবং ওয়েটার বল্টুর সামনে মেনু বই নিয়ে এসে বললো
"স্যার" কোনটা খাবেন?
বল্টু বেশ একটি চালাক ভাব দেখিয়ে মেনু বই হাতে নিয়ে খাবারের নামগুলো ভালো করে দেখে নিয়ে একদম শেষেরটাতে আঙ্গুল রেখে বলল,, এটা নিয়ে আসুন,,।
ওয়েটার বলল, স্যার, এটা তো আপনি খেতে পারবেন না,,।
বল্টু ,, (রেগে গিয়ে) মেনুতে লিখে রেখেছেন অথচ এখন বলছেন খেতে পারবো না। এটা আবার কেমন ফাজলামো?😠
ওয়েটার,, স্যার, আপনি শেষেরটা দেখিয়ে দিয়েছেন।
কিন্তু শেষেরটা হচ্ছে এই রেষ্টুরেন্টের মালিকের নাম।🥺
ওটা কি করে খাবেন, স্যার,,?😐
বল্টু সান্ত গলায়,, ওহ আরে না মানে ওটার উপরের টা আনুন।🤣🤣🤣