মেয়েদের কষ্টের গল্প | মেয়েদের কষ্টের কিছু কথা

 মেয়েদের কষ্টের জীবন

মেয়েদের কষ্টের জীবন

_সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি!

কিন্তু হাসতে ভুলে গেছি।


_সংসার করতে এসে রান্না শিখে গেছি

কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি।


_সংসার করতে এসে সবার খেয়াল করতে শিখে গেছি,

কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি।


_সংসার করতে এসে পরিবার মেইন্টেন করতে শিখে গেছি,

কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি।


_সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথা সময় খাবার তুলে দিয়েছি।

কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি।


_সংসার করতে গিয়ে রাতে সবাই কে খাইয়ে আনন্দ দিতে শিখে গেছি

ঠোটের এক কোনে হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত হয়ে নিজে না খেয়ে শুয়ে পরেছি।


_সংসার করতে গিয়ে ২৪ ঘন্টার সার্ভিস দিতে শিখে গেছি, 

কিন্তু নিজেকে আয়নার সামনে দাড় করাতে ভুলে গেছি


_সংসার করতে গিয়ে চিরজীবনের জন্য নিজেকে বিসর্জ'ন দেয়া শিখে গেছি,

বিনিময়ে চিতার আগু'ন পেয়েছি।


_সংসার করতে গিয়ে ওপর পাশের হুংকার গ্রহণ করা শিখে গেছি,

পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি।


_সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেফ করা শিখে গেছি,

প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি।


_সংসার করতে গিয়ে দশ দিক সামলানো শিখে গেছি..

সুনাম হিসেবে সারাজীবনের অলসতার প্রাইজ পেয়েছি,


_সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি।


এটাই অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী! 😞