আদর্শ নারী | নারীদের সম্মান নিয়ে ইসলামিক উক্তি

 নারী

নারী যখন কন্যা, তখন সে রহমত

নারী যখন বোন, তখন সে নেয়ামত 

নারী যখন স্ত্রী, তখন সে আমানত 

নারী যখন মা, তখন সে জান্নাত।

নারী কবিতা

নারী..!

   --তুমি হাসলে ও দোষ

নারী..!

  --তুমি কাঁদলেও দোষ

নারী..!

   --তুমি সাজলেও দোষ

নারী..!

   --তুমি না সাজলে ও দোষ..! 


নারী..!

--তুমি খেলে ও দোষ

নারী.!

   --তুমি না খেলেও দোষ

নারী..!

   --তুমি কাঁদলে হয় ডং

নারী..!

   --তুমি না কাঁদলে বেহায়া

নারী..!

   --তুমি মা হলেও দোষ

নারী..!

   --তুমি মা না হলে ও দোষী..!


--নারী তুমি সত্যি বেমানান..!


-সমাজ তোমার দোষটাই দেখলো..!😓


-- এই সমাজে শুধু নারীদের দোষ টাই দেখা হয়..!😓

ইসলামে নারীর মর্যাদা

নারী : আমি কে ? 

ইসলাম : তুমি প্রথমে মানুষ, তারপর  

              নারী। 

নারী : আমি সংসারের বোঝা! 

ইসলাম : তুমি সংসারের রানী। 

নারী : আমি স্বার্থপর, আমি যত নষ্টের সূচনা! 

ইসলাম : তুমি অলংকার, তুমি পুরুষের প্রেরণা। 

নারী : আমি আধার, আমি তামাসা! 

ইসলাম : তুমি জ্যেতি, তুমি ভরসা। 

নারী : আমি মায়াবিনী! 

ইসলাম : তুমি মায়াবতী। 

নারী : আমি অবাধ্য স্ত্রী,আমি নিষ্ঠুর প্রেমিকা! 

ইসলাম : তুমি স্নেহময়ী বোন, মমতাময়ী মা। 

নারী : আমি কে? 

ইসলাম : তুমি নারী,তুমি মহীয়সী। 


একমাএ ইসলাম ধর্ম যেখানে নারীদের সর্বচ্চ মর্যাদার স্থান দিয়েছেন........ 

নারী : আলহামদুলিল্লাহ 🌹