স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস | স্বামী স্ত্রীর কষ্টের গল্প

কি করলে স্বামী স্ত্রীর কথা শুনবে

কি করলে স্বামী স্ত্রীর কথা শুনবে

একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।

তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।


-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো পানি,

আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।


-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।


-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।


-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,

যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।


-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,


-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,


-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে,হবে স্বর্গ.....


তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন....


 সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?

যত্ন!

কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।

কেউ তার কথা শোনবে সেই যত্ন। 

প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।


এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়! 

ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!

এই আগ্রহকে কী যেন বলে?

বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের। 

মায়া!

নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।

অথচ তার জন্যই কারো মায়া হয়না! 

কেমন অদ্ভুত না ব্যাপারটা?