ভালোবাসার কষ্টের লেখা ছবি | ভালোবাসার কষ্টের অনুভূতি

ভালোবাসার কষ্টের ছন্দ

ভালোবাসার কষ্টের ছন্দ

ভােলা যায় না স্মৃতি

বাঁধা যায় না সময়

জানা যায় না ভবিষ্যৎ

চেনা যায় না মানুষ

কেনা যায় না মন।

ফিরে পাওয়া যায় না অতীত।

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

 কখনাে কখনাে

অতিরিক্ত রাগ

আর অভিমনগুলাে

চেপে রাখতে

রাখতে...

একটা জীবিত

মানুষও,

একটা জীবন্ত লাশ

হয়ে যায়!

ভালোবাসার কষ্টের গল্প

যে সত্যি আপনাকে ছাড়া

বাঁচতে পারবে না,

সে নিজে মরে যেতে থাকবে,

কিন্তু আপনারা অসুখী হবার

কারণ কখনও হবে না!

যদি জীবনে এমন কাউকে

খুঁজে পান,

তবে তাকে ভালাে না বাসলেও

অন্তত কষ্টটুকু দিয়েন না !!

ভালোবাসার কষ্ট

তুমি হয়তো জানো না 

তােমার সঙ্গে একটু কথা বলার

জন্য আমি সারাক্ষন বসে থাকি

তােমার call অপেক্ষায়।

ভালোবাসার কষ্ট ছন্দ

ভালােবাসা তৈরি হয়

ভালাে লাগা থেকে

স্বপ্ন তৈরী হয়

কল্পনা থেকে

অনুভব তৈরী হয়

অনুভূতি থেকে

আর বন্ধুত্ব তৈরী হয়

মনের গভীর থেকে

এই ভালােবাসার মুল্য সবাই

দিতে জানে না।