ছোট মজার গল্প
দু'দিন হলো
শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলাম।
সঙ্গে আমার ৫ বৎসরের জেদি মেয়ে সান্জি আসেনি।
সে তার বাবাকে ছাড়া একদণ্ড থাকতে পারে না। তার বাবার একটা কাজ পড়ে গেছে। তাই আসতে পারেনি।
সান্জির বাবাকে কল দিলাম।
ফোনটা ছিল
আমার মেয়ে সান্জির কাছে। মেয়েকে বললাম তোমার বাবার কাছে ফোন'টা দাও।
সান্জি বলল:- আম্মুউউ.....বাবা মরে গেছে।
আমি:- কি বলছো তুমি সান্জি?
হ্যাঁ আম্মু বাবা মরে গেছে। বিশ্বাস করো বাবা মরে গেছে। আমি মিথ্যা বলছি না, বাবা মরে গেছে। দাদুকে জিজ্ঞেস করবে আম্মু?
আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না।
ফোন টা হাত থেকে মাটিতে পড়ে যায়।
আমিও মাটিতে ধপাস। জ্ঞান ফেরার পর দেখি আমার মেয়ে আর উনি আমার পাশে বসা।আপনি নাকি মরে গেছেন?
সান্জির বাবা:- আমি মোড়ে গেছিলাম।
মরে যাইনি।
ছোট মজার গল্প
সুবিধাবাদী চাচা🫠
ভাতিজা : চাচা, এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম।
চাচা : ভালো করছোস। বইসা না থাইকা কিছু করা ভালো।
ভাতিজা : তো গাছে একটা বড় লাউ ধরেছিল।
চাচা : বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো? তুই আমার ভাতিজা না।
ভাতিজা : লাউডারে বিক্রির জন্য বাজারে নিয়া গেলাম।
চাচা : ভালো করছোস, অত বড় লাউ খাওয়া সম্ভব না।
ভাতিজা : বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করলো।
চাচা : পুলিশ হইলেও তো তার বাজার-সদাই করা লাগে, দাম জিজ্ঞেস করবো নাতো কি করবো।
ভাতিজা : আমি ৫০০ টাকা চাইলাম।
চাচা : বড় লাউ, ৫০০ টাকা চাইবি নাতো কি ৫০ টাকা চাইবি?
ভাতিজা : পুলিশ বললো ১০ টাকায় দিবেন।
চাচা : ঠিকইতো বলেছে একটা লাউ কি পুলিশে ৫০০ টাকায় নিবো?
ভাতিজা : আমি বললাম, বাপের জনমে লাউ খাইছেন?
চাচা : ভালো করছোস, তুই আমার ভাতিজা না। তুই কি পুলিশরে ভয় পাইয়া কথা বলবি? ৫০০ টাকার লাউরে সে ১০ টাকা কয়।
ভাতিজা : এরপরে পুলিশে আমার কান ধইরা মইলা দিছে।
চাচা : ভালো করছে, তুই পুলিশের সাথে বেয়াদবি করবি আর সে কি তোরে আদর করব?
ভাতিজা : পরে পুলিশ আমারে থানায় নিয়া গেল।
চাচা : পুলিশতো থানায়ই নিব, সে কি তরে তার শ্বশুর বাড়ী নিব?
ভাতিজা : তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো।
চাচা : বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক, দেখতে হইবোনা তুই কার ভাতিজা😇🫢।
মজার গল্প ফেসবুক
বল্টু ও বল্টুর শিক্ষক ঘুরতে গেছে সাগর
পাড়ে....
.
.
ঘুরতে গিয়ে দেখলো একটা সাইন
বোর্ডে
লেখা আছে, "কেউ পানিতে পড়া
কাউকে
উদ্ধার করলে পুরস্কার পাবে ৫০০
টাকা।"
.
শিক্ষক তখন তার ছাত্র বল্টুকে বললো
.
শিক্ষক: শোন আমি পানিতে ঝাঁপ
দিবো,
তুই আমাকে উদ্ধার করবি। টাকা ৮০%
আমার
আর ২০% তোর
.
বল্টু: স্যার টাকা ৫০/৫০ দিতে হবে
.
শিক্ষক : না অামি যেটা বলছি
সেটাই
.
এই কথা বলে শিক্ষক পানিতে ঝাঁপ
দিলেন
.
বল্টু চেয়ে চেয়ে দেখছে কিন্তুু
উদ্ধার করছে
না
.
.
শিক্ষক: আমাকে উদ্ধার কর আমি
সাঁতার
জানি না
.
.
বল্টু:- স্যার, আপনি সাইন বোর্ডের
নিচের
লেখাটা পড়েন নাই
.
.
.
.
.
.
.
.
ওই খানে লেখা আছে
.
.
.
.
.
.
.
.
লাশ উদ্ধার করলে পুরস্কার ৫ হাজার
টাকা।