পুরুষ মানুষের কষ্ট | পুরুষ মানুষ সহজে কাঁদে না

 পুরুষ মানুষের জীবন

পুরুষ মানুষের জীবন

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন। 


লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক। 


দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'


স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন। 


কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন। 


কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।


এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।❤️


।❤️

পুরুষ মানুষ সহজে কাঁদে না

পুরুষের চোখে সাধারণত 

জল আসে না

আর যদিও বা জল আসে

কারণটা তী'ব্র ছাড়া কিছুই না।


হ্যাঁ "পুরুষ" কাঁদে,তবে তা পরিবারের 

প্রয়োজন মিটাতে না পারলে 

"পুরুষ" কাঁদে বাবা মার দায়িত্বটা 

নিজের কাঁধে নিতে না পারলে।


"পুরুষ" কাঁদে বোনের চোখে জল দেখেও

আবদার মিটাতে না পারায়

"পুরুষ" কাঁদে অভাবের সংসার সামলাতে গিয়ে

স্ত্রী তার না খাওয়া লুকিয়ে 

তার পাতে ভাত তুলে দেওয়ায়। 

"পুরুষ" কাঁদে প্রেমিকাকে

 না পাওয়ার য'ন্ত্রনায়

"পুরুষ" কাঁদে চার দেয়ালে

অন্য কেউ যেন তা দেখে না নেয়।


"পুরুষ"কাঁদে মেয়ে যখন পর হয়ে যায়

আর অপাত্রেও দান হলে

"পুরুষ"কাঁদে জীবনের শে'ষ বেলায়

পরিবারের বন্ধনটা অটুট না হলে।


হ্যাঁ "পুরুষ"ও কাঁদে, তবে তা 

একান্তই একাকী 

"পুরুষ" সবার সামনেও কাঁদে

যখন আর কুল কিনারা

কিছুই রয় না বাকি।

"পুরুষেরাও কাঁদে"


কলমেঃ রুমা রাণী ঘোষ