স্বামী স্ত্রীর রোমান্টিক গল্প
গল্প :- " বউ থাকতে কোলবালিশের কি দরকার "
¤
স্বামী :- এই লিজা ,,, আমার কোলবালিশ'টা কই..??
•
স্ত্রী :- কোলবালিশ টা ফেলে দিয়েছি ।
•
স্বামী :- কোলবালিশ টা ফেলে দিয়েছো মানে..??
•
স্ত্রী :- হ্যাঁ,, আমি কোলবালিশ টা ফেলে দিয়েছি । কারণ, আমি সতীনের ঘর করতে পারবো না ।
•
স্বামী :- এখানে সতীন আসলো কোথা থেকে..??
•
স্ত্রী :- সতীন কোথা থেকে আসলো,, তাই না..??
•
স্বামী :- হুমমমম ।
•
স্ত্রী :- এই,, তুমি সকালে এমন কি স্বপ্ন দেখছিলে কোলবালিশ টা জড়িয়ে ঘুমের ঘোরে মিট মিট করে হাসছিলে..??? যেভাবে কোলবালিশ'কে জড়িয়ে ধরে ছিলে । সেভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরো না..??
স্বামী :- কি স্বপ্ন দেখেছিলাম তা তো জানি না..!!! তবে, তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে..!!
•
স্ত্রী :- কিইইইইইই,, ..??
•
স্বামী :- কোথায় কোলবালিশ আর কোথায় বউ.!!
•
স্ত্রী :- কিইইই..??? এখন আমার চেয়ে কোলবালিশ বড় হয়ে গেলো,, তাই না..??
•
স্বামী :- আমি কি সেটা বলেছি নাকি..??
•
স্ত্রী :- চুপ করো..!! আর কোলবালিশের দরকার নেই..!!
•
স্বামী :- কি বলছো..?? তাহলে ঘুমাবো কি করে..!!
•
স্ত্রী :- ঠিকই বলছি ।
•
স্বামী :- তুমি তো জানো ,, আমি এমনিতে ঘুমাতে পারি না..!!
•
স্ত্রী :- আমি থাকতে কোলবালিশের কি দরকার, শুনি..???
স্বামী :- তাই বুঝি..!!
•
স্ত্রী :- হুমমমম । তোমার বুকে শুধু মাত্র আমি থাকবো ।
•
স্বামী :- পা*গ*লী বউ আমার ।
•
স্ত্রী :- হুমমমম । আমার দুষ্টু মিষ্টি বর ।
¤
¤
¤
কেমন মেয়ে রে বাবা..!!!! কোলবালিশের উপরও হিং*সা করে..!!!
মেয়েরা তাদের ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে শেয়ার করতে চায় না ।
বেশিরভাগ মেয়েই তার প্রিয় মানুষটিকে আগলে রাখতে চায় ।
আর, সেটা ভালোবাসার দিয়ে হোক কিংবা ঝগড়া করেই হোক ।
🥰🥰