স্বামী স্ত্রীর ভালোবাসার পিকচার
--স্ত্রী: গলাটা শুকিয়ে গেছে একটু পানি কিনে আনো।
--স্বামী: নারকেল নাড়ু খাবা??
--স্ত্রী: আহ! নাড়ুর কথা শুনে মুখে পানি এসে গেল!
--স্বামী: তাহলে সেই পানি খেয়ে গলা ভিজিয়ে নাও অযথা টাকা খরচ করার অভ্যাস আমার নেই!!🙄
স্বামী স্ত্রীর আদর ভালোবাসা
জামাই: বউকে বললাম আমাকে খেয়ে চলে গেছে।
বউ: কি আমার স্বামীকে খেয়েছে। আবার আসুক বুঝাবো মজা।
জামাই: তখন সে আবার আসলো আমাকে খেতে, এবার বউকে বললাম: সে আবার এসেছে আমাকে খেতে।
বউ: রেডি হয়ে, রেগে দিলো এক চর, চর খেয়েই সে মরে পড়ে রইলো।
জামাই: এবার নিঃশ্বই বলবেন: কি ছিল এটা? আরে ভাই মুশা ছিল! আমার বউ এর শতিন নয়।
স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প
পাঁচ বছর পরে বিদেশ থেকে ফিরে আসলাম।সবাইকে চমকে দেবো বলে আগে কাউকে কিছু জানাইনি।নিজের ঘরে ঢুকতেই দেখতে পাই বৌ আমার বিছানায় ওদিক ফিরে বসে আছে।
ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম।পেছন থেকে জড়িয়ে ধরলাম ওকে।আমায় কাছে পেয়ে আমার বৌএর আনন্দে কে দেখে।আমা'য় জড়িয়ে ধরে বিছানার ওপরে শুয়ে পড়লো।আমিও তাকে নিজের সবটা উজাড় করে দিলাম।দীর্ঘ পাঁচটা বছরের দূরত্ব কয়েক মিনিটের ব্যবধানে ঘুচে গেলো আমাদের।
নিজের ঘর্মাক্ত শরীর নিয়ে বাথরুমের ভেতরে ঢুকলাম।দরজা খুলতেই দেখতে পাই মা বাইরে দাঁড়িয়ে কান্না করছে।আমি তাকে জিজ্ঞাসা করি
---একি, কি হলো মা।কান্না করছো কেনো তুমি?আমি ফিরে আসাতে তুমি কি খুশি হওনি?
---আমাদের ক্ষমা করে দে বাবা।তুই এতো দূরে ছিলি বলে বৌমার মৃত্যুর খবর জানাইনি তোকে!জানতাম তুই শুনে হয়তো সহ্য করতে পারতি না।আর ঐ দূরে বসে যদি তোর ভালো মন্দ কিছু হয়ে যেতো তখন কি করতাম আমরা।
মায়ের কথা শুনে নিজের ঘরের দিকে ছুটে গেলাম আমি।একটু আগে রিমার বিধ্বস্ত শরীর পড়ে ছিলো বিছানার ওপরে।
পুরো ঘর ফাঁকা।আমি ছাড়া কেউ নেই ঘরে।ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসতে লাগলো আমা'র।একটু পরে কেউ যেনো কানের কাছে ফিস করে উঠে বললো
---এতো বছরে একটুও বদলাও নি তুমি,সেই আগের মতোই দুষ্টু আছো....
(সমাপ্ত)
গল্পের নাম : হঠাৎ দেখা