ইসলামিক স্বামী স্ত্রীর গল্প | স্বামী স্ত্রীর গল্প

 স্বামী স্ত্রীর আদর ভালোবাসা

স্বামী স্ত্রীর আদর ভালোবাসা

আপনার স্ত্রীকে বলুন-
__________________________
তোমার উপর ওয়াজীব না হওয়া সত্বেও তুমি আমার এবং আমার পরিবারের জন্য যা কিছু সারাদিন করো, আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক।

.

আপনার স্বামীকে বলুন-
নূন্যতম মৌলিক চাহিদা পূরন করলেই যেখানে তোমার ওয়াজীব আদায় হয়ে যায়, সেখানে আমাদের সবাইকে আরেকটু ভালো রাখার জন্য সারাদিন যে কষ্টগুলো করছো, আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক।

কৃতজ্ঞ হন, শোকর করুন, যা আছে আল্লাহ তা বহুগুনে বাড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ
✍আনোয়ার হোসেন

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস

স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে যখন হাসি দেয় তখন স্বামী-স্ত্রী দুজনের আমলনামায়-ই নেকি লেখা হয়ে থাকে।

স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস

কবিতা

           নাম: বিয়ে পাগল ছেলে

          কবি : জুবায়ের হোসেন

     বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়

                তবুও বিয়ে দেয় না,

     বিয়ে না দিলে অঘটন ঘটাবো

                সেটাও বুঝে না।

     বিয়ের কথা বলতে বলতে

                 হয়েছি ব্যাকুল ,

     বিয়ে না দিলে তুলে আনবো

                 অন্যর ঘরের ফুল।

      বিয়ে বিষয় টা হালাল সম্পর্ক 

                  বুঝেও বোঝে না,

      বিয়ের কথা বলতে গেলে

                 পরিবার পাত্তাও দেয় না।       

                    সমাপ্ত