শিক্ষামূলক গল্প | শিক্ষা মূলক পোস্ট | শিক্ষা মূলক কথা | শিক্ষামূলক উক্তি

শিক্ষামূলক পোস্ট

শিক্ষামূলক পোস্ট

★তিনটি জিনিস নিয়ন্ত্রনে রাখো- 

১. রাগ, ২. জিহবা, ৩. অন্তর।

★তিনটি জিনিসের জন্য যুদ্ধ কর- 

১. ধর্ম, ২. দেশ, ৩. জাতি।

★তিনটি জিনিস পবিত্র রাখো-

১. শরীর, ২. পোশাক, ৩. আত্মা।

★তিনটি জিনিস প্রকৃত সম্পদ-

১. বিদ্যা, ২. ভদ্রতা, ৩. ইবাদত।

★তিনটি জিনিস প্রিয় জানো-

১. ঈমান, ২. সত্যবাদিতা, ৩. অঙ্গীকার।

★তিনটি জিনিসের অভ্যাস কর-

১. নামাজ, ২. জিহাদ, ৩. হালাল রুজি।

★তিনটি জিনিস চিন্তাকরে ব্যাবহার কর- 

১. কলম, ২. কসম, ৩. কদম।

★তিনটি জিনিস থেকে দুরে থাকো-

১. মিথ্যা, ২. অহংকার, ৩. অভিশাপ

শিক্ষা মূলক পোস্ট

প্রয়োজন মানুষকে পরিশ্রম করতে শেখায়।  

যখন প্রয়োজন হয় তখন মানুষ ঠিকই পরিশ্রম করে। আমরা এখন পরিশ্রম করতেছি না যখন দেখবো পৃথিবীটা অনেক কঠিন তখন বুঝবো সময় চলে গিলে পরিশ্রম করে কোন লাভ হবে না।

শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

❝কাজী যখন কাবিননামায় দেনমোহরের টাকা লিখছিল মেয়েটি হঠাৎ কাজীর কাজ থেকে কলম-আর কাগজ নিয়ে বলে উঠে🙁

_ _ আমার কাবিননামা আমি লিখবো.. ঠিক যা লিখবো আমাকে তা দিতে হবে🙄

গরিব হয়ে ছেলেটা মেয়েটিকে প্রচুর ভালোবাসতো🥰 তাই মেয়েটির কাছে মাথা নথ করে..দরদ ভরা কন্ঠে বলতে লাগলো..এমন কিছু লিখো না প্লিজ 🙏 যা দেওয়ার মতো সামথ্য আমার নাই🥺

_ আমি গরিব হতে পারি..কিন্ত তোমাকে কখনো ছেড়ে যাবো না😭.. মেয়েটা ছেলেটার দিকে চোখ রাঙিয়ে কাবিনের ওই টাকার জায়গায় কুট-কুট করে লিখে দিল ছেলেটির ওই নাম...🤗

_আর সবার সামনে চিৎকার করে বলতে লাগলো.. যদি আমায় কখনো ছেড়ে যায়..আমি দেনমোহর বাবদ ওকে নিয়ে যাবো.. আজ কান খুলে শুনে রাখুন সবাই🙁 

_ প্রতিটা স্বামী -স্ত্রীর সম্পর্ক টিকে থাকে পবিত্র ভালোবাসায় 🥰..অর্থ, আভিজাত্য আর দেনমোহরের টাকায় নয় 🙂