পরিশ্রম ও সফলতা নিয়ে উক্তি
যদি ভালোবাসতেই হয়
তাহলে নিজের কাজেকে ভালোবাসুন।
বিশ্বাস করুন; পরিবর্তে ভাঙ্গা নয় উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন পাবেন।
ব্যর্থতা থেকে সফলতার উক্তি
দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে
আর অভিজ্ঞতা আসে
ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা
খারাপ কিছু নয়,এটা সাফল্যের
প্রথম ধাপ।
সফলতা নিয়ে স্ট্যাটাস
কাগজে নৌকা দিয়ে যেমন
নদী পার হওয়া যায় না।
ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা
পাওয়া যায় না।
সফলতার স্ট্যাটাস
একটি হরিণ এক ঘণ্টায় ৯০ কিলোমিটার যেতে পারে।
আর একটি বাঘ যেতে পারে এক ঘণ্টায় ৫০
কিলােমিটার। তাহলে অংকের হিসাবে বাঘ কখনো হরিণ
কে ধরার কথা নয়। কিন্ত বাস্তবে ঘটছে উল্টোটা।
বাঘের হাতে হরিণ কে কাবু হতে হয়।
কারণ টা কী? কারণ হলো দৌড়াতে দৌড়াতে কখনাে
কখনাে পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে কতটুকু
এগিয়ে আছে তা বুঝার জন্য। আর এটাই হয়
সর্বনাশের কারণ। পেছনে ফিরতে গিয়ে তার বেগ কমে
যায়। অপরদিকে বাঘ ঠিকই তার বেগ ঠিক রেখে
হরিণের দিকে এগিয়ে যেতে থাকে।
* শিক্ষাঃ চলার পথে কখনোই পিছনে তাকাতে নেই,
লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই তুমি
সফল হব।