মায়ের কষ্ট | মায়ের কষ্ট নিয়ে গল্প | মায়ের কষ্টের গল্প

 সন্তান হারা মায়ের কষ্ট

" ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলো।রাস্তায় উপুড় হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কে'টে র'ক্ত পরছে! "


বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো।কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বললাম " লজ্জা করে না?নিজের মা'কে ধাক্কা মেরে ফেলে দিস? তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে? "


ছেলেটা মুখ বাঁকিয়ে উত্তর দিলো " নিজের পে'ট চালাইতে পারি না,এই বুড়িডার পে'ট কেমনে চালামু।তাছাড়া আপনে বলার কেডা? খাওয়ার টেহা কি আপনে দিবেন? "


বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো " বাপজান ও ছুডো মানুষ,ওরে মা'ইরো না বাপজান।পোলাডার দুইদিন ধইরা অসুখ "


ছেলের প্রতি মায়ের এরুপ ভালোবাসায় আমার চোখে জল চলো এলো।ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা হনহন করে চলে গেলো।আমার বাড়ি ফেরার তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে পাঁচশত টাকা দিয়ে বাড়ির পথে রওনা হলাম।


মুহুর্তেই নিজের ওপর ঘৃণা হতে লাগলো।আমি নিজেও তো মায়ের সাথে কথা বলিনা।শেষ কবে মাকে মা বলে ডেকেছি আমার মনে পড়লো না। মা কোম'রের ব্যাথায় সারাদিন ঘর বন্দি হয়ে থাকে।ফেরার পথে মায়ের জন্য এক কেজি কমলা কিনলাম।


বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে দেখে আমার স্ত্রী বললো 


" ওদিকে কোথায় যাচ্ছো? "


" মায়ের ঘরে "


" অফিস থেকে ফিরেই হঠাৎ মায়ের ঘরে? কি ব্যাপার? "


আমি কিছু না বলে ঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম।মা আমাকে দেখে প্রচন্ড খুশি হলো।মা দাঁড়াতে পারে না তবুও বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বললো 


" ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে,তুই বস বাবা,আমি ঠান্ডা জল নিয়ে আসি। "


আমি নিজের ওপর লজ্জায়,ঘৃণায় মাথা নিচু করে বসে রইলাম।মায়ের পায়ে হাত রেখে বললাম 


" তোমাকে নামতে হবে না মা "


মা বললেন " কি হয়েছে বাবা?কিছু বলবি? "


" তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা? "


মায়ের চোখ ভিজে উঠলো।কাঁদো কাঁদো গলায় বললো " মায়ের কোলে শুতে আবার বলতে হয় নাকি বোকা ছেলে? "


আমি মায়ের কোলে শুলাম।মনে পড়ে গেলো ছোটবেলার কথা।মায়ের হাত আলতো করে আমার বু'কে রাখলাম।ঠিক তখনি আমার স্ত্রী অহনা ঘরে এসে বললো 


" মা ছেলের দেখছি ভালোই মান-অভিমান চলছে "


মা হেসে বললো " তুই তো আমার আরেক মেয়ে।আয় কাছে আয় "


বেশকিছুক্ষন পর নিজের ঘরে আসলাম।মনের মধ্যে প্রচন্ড শান্তি অনুভব করছি।অহনা বললো 


" বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে? "


আমি অবাক হয়ে বললাম " ওনার কথা তুমি কিভাবে জানলে? " 


অহনা আমার হাতে হাত রেখে বললো " আমিই ওদের বলেছি তোমার সামনে এরকম অভিনয় করতে। যাতে তোমার মনে পড়ে যে তোমার ও মা আছে"


আমি হতভম্ব হয়ে বললাম " মানে? "


" মানে হলো তোমার ব্যস্ততা।তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকো।অথচ মায়ের সাথে এক মিনিট কথা বলার সময়টা তোমার হয়না।অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন তার ঘরে যাবা।দেখো ব্যাস্ততা তো থাকবে,তাই বলে মায়ের সাথে একটু সময় দিলে কি খুব ক্ষতি হয়ে যায়?দীর্ঘ কয়েকমাস পর আজকে মাকে হাসতে দেখলাম "

সমাপ্ত।