বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা | বাবা মানে কি?

 বাবা মানে হাজার বিকেল

বাবা মানে হাজার বিকেল

সন্তানের সুখ দেখার আগেই

 কেন বাবারা জীবন থেকে

 হারিয়ে যায় 

😭😭😭

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে

তুমি জীবনের পথ চলা

নিজে না খেয়ে তুমি খাওয়ালে

শেখালে কথা বলা🥺

অনেক মনে পড়ে বাবা তোমাকে 😭😭

বাবা মানে পৃথিবী

বাবার পেশা নিয়ে লজ্জিত হলে 

তোমার শিক্ষার ঘাটতি আছে

কারণ তোমার কাছে যা অল্প 

তোমার বাবার কাছে তা রক্ত বেচা গল্প।

বাবা মানে হাজার

পৃথিবী নামক দৌড়ের মঞ্চে একমাত্র বাবাই বিনা শর্তে সন্তানের সাপোর্টার হয়ে কাজ করেন!

বাবা মানে কি

বাবা মানে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি যে নিজের সব কিছু উৎসর্গ করে, পরিবার কে সুখে রাখে।বাবা আমাদের জীবনের বাস্তবিক সুপার হিরো !বাবাটা হচ্ছে লাইফ সাপোর্ট ,যেকোনো সন্তানের জীবনে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা হচ্ছে বাবা💝

বাবা মানে কী

যে মানুষ টা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দেয়, যে মানুষ টা অকাট্য পরিশ্রম করে শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, যে মানুষ টা ছোট্ট বেলা থেকে শেখায় কিভাবে ভালো কাজ করতে হয়, সেই মানুষটি হলো 'বাবা'...

বাবা মানে তপ্ত রোদে

বাবার হাত ধরে উঠে

দাঁড়ানাের সৌভাগ্য সব

সন্তানের হলেও,

সন্তানের হাত ধরে উঠে

দাঁড়ানাের সৌভাগ্য সব

বাবার হয় না।

সন্তানের হাত ধরে দাঁড়ানোর সৌভাগ্য যদি প্রতিটি বাবার থাকতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম শব্দটি জন্ম নিতো না।