টাকা ছাড়া পুরুষ
পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী। কারণ ,টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে, পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা করে। গার্লফ্রেন্ড ও তার বাপের পছন্দের ছেলের দিকে মনোযোগ বাড়ায়।
আর, টাকা না থাকলে!!!! ঘরের বউও উল্টো দিক করে ঘুমায়। টাকায় সন্মান বয়ে আনে, টাকায় আত্বীয়তা বৃদ্ধি করে।
এটা আসলে কারো দোষ নয়, এটা প্রাকৃতিক চিরচেনা রুপ। টাকার একটা আলাদা গন্ধ আছে, সেটা পৃথিবীর সেরা সুগন্ধি।🙂
পুরুষ নিয়ে উক্তি
তুমি পুরুষ মানুষ ভাই তুমি কেনো
নারী পিছনে ঘুরতে যাও।
তুমি টাকার পিছে ঘুরো
নারী তোমার পিছনে
🙏ঘুরবে 🙏
নারী পুরুষ নিয়ে উক্তি
ভালোবাসি তোকে কতো তা বোঝাতে পারিনী কভুও,
তোরি স্মৃতির ঘরে বন্দি আমি, ভুলিনি যে আজও।💔
ভালোবাসার কবিতা
নিশিতে কতো কাব্য ঝড়ে তোরই ভাবনার প্রান্তরে,
পাবোনা যে কখনো তোকে মনকে বোঝাই একা নিরবে।
বিচ্ছেদের অনলে জ্বলছি আমি দেখিনা যে তোর ছায়া,
তুই যে সেই আমার হারিয়ে যাওয়া কঠিন এক মায়া।
শেষ বিদায়ে চাইনি তোকে দেখতে তোর মুখ,
আমার খাচায় পোষা ময়না তুই যে অন্যের সুখ।
সময় করে আসিস বন্ধু, নয়ন ভরে দেখবো তোকে,
তোরি চরনে বিলিয়ে দিবো, বিক্ষত এই হৃদয়টাকে।
জানি কখনো আসবি না তুই, এ যে এক নিরাশা,
স্বপ্নলোকে দেখবো তোকে, এই যে নিদ্রার পূর্বের আশা।
তবে কোনো ক্ষনে যদি আসিস বন্ধু বলবো মাহেন্দ্রক্ষণের সেই না বলা কথা,
হৃদয় ভরে দেখে নিবো বিদায়, হ্যা এটাই চির বিদায়।💔