টাকা ছাড়া ভালোবাসা হয় না | টাকা ছাড়া পুরুষ

টাকা নিয়ে উক্তি

টাকা নিয়ে উক্তি

টাকা দিয়ে বিলাসবহুল জীবন কেনা যায়, সুখ নয়। বিলাসবহুল জীবন আর সুখ দুটো এক জিনিস নয়। সব সুখী মানুষের বিলাসবহুল জীবন থাকতে পারে আবার নাও থাকতে পারে৷ বিলাসবহুল জীবন ছাড়াও সুখী হওয়া যায়।

টাকা ছাড়া জীবন অচল

টাকা দিয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসা করানো যায়। কিন্তু সুস্থতা কেনা যায় না। সুস্থতার পেছনে চিকিৎসা থাকতে পারে কিন্তু সব চিকিৎসার সর্বশেষ পরিণতি সুস্থতা নয়। 

টাকা ছাড়া ভালোবাসা হয় না

টাকা দিয়ে মানুষের কাছ থেকে "পাত্তা" কিনে নেওয়া যায়, ভালবাসা নয়। কারো কাছ থেকে পাত্তা পাওয়া আর ভালবাসা পাওয়া এক জিনিস নয়। সব ভালবাসায় পাত্তা থাকে কিন্তু সব পাত্তায় ভালবাসা থাকে না৷

টাকা ছাড়া জীবন

 বর্তমান সমাজে একটা কথার প্রচলন খুবই বেশি,

যে টাকা কামাও টাকা হলে,তুমি পৃথিবীর সব কিছু পাবা,সবকিছু কিনতে পারবা, সবকিছু তোমার পায়ে এসে পড়বে।

বাট কেন জানি আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারি না,বা আমি এটা মানি না।

টাকার বিনিময়ে আপনি সব পাবেন ঠিক আছে, 

 কিন্তু টাকার বিনিময়ে আপনি পারবেন আপনার মা বাবার ভালোবাসা টাকে আনতে ??

পারবেন আপনার একটা পবিত্র প্রকৃত ভালোবাসা পেতে???

কোনদিনও পারবেন না।।।

 পারবেন আপনার মানসিক শান্তিটা ফিরিয়ে আনতে???

 পারবেন আপনার সেই প্রশান্তিময় ঘুম ফিরে আনতে????

 পারবেন আপনার জীবন টাকে স্থগিত করে রাখতে???

সে শিশু কালে ফিরিয়ে নিতে???

টাকা দিয়ে যা কিছুই পাওয়া যাক না কেন,শরীর পাওয়া যায়,ভাড়াটিয়া গার্লফ্রেন্ড,বয়ফ্রেন্ড পাওয়া যায়, কতজনের ভালোবাসা দেখবেন,,,

 কিন্তু প্রকৃতপক্ষে একটা ভালোবাসা কোনদিন পাবেন না,,,

অনেকেএ একটা কথা বলে,যে চলে গেছে তাকে যেতে দাও এবং দেখিয়ে দাও,,

এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো,, টাকা কামাও,,

যে পরে সে আফসোস করতে বাধ্য হবে,,

আমার কথা ভাই সে আমার ভালোবাসা ছিল,,

 পরবর্তীতে সে আমার টাকা দেখলে, আফসোস করলেও ফায়দাটা কি হবে?????

কোন ফায়দা আছে??কোন লাভ আছে???

আমার ভালোবাসা তো আমি পেলাম না,,?

তাহলে টাকার মূল্যটা কোথায়......??????

#একটা কথা কি প্রকৃত একটা ভালোবাসার মানুষের সাথে সারারাত বসে হাতে হাত রাখি কথা বলার যেটা শান্তি,,,,

তা আপনি টাকার বিনিময় ১০০০টা নিয়ে বসে থাকলে ওই শান্তিটা কোনদিন পাবেন না,,,, এটাই বাস্তবতা।