ভালো বাসার কষ্টের গল্প | না পাওয়া ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

 ভালোবাসার কষ্টের ছন্দ

ভালোবাসার কষ্টের ছন্দ

কষ্ট তখনই হয় যখন দেখি তোর

কাছে সবার জন্য সময় আছে,

কিন্তু আমার জন্য নেই... !

কিছু রোমান্টিক ভালোবাসার কষ্টের কথা

─༅༎•🌺🌸༅༎•─

          ─༅༎•🥀🌺ভুল বুঝে ছেড়ে যাওয়ার নাম 

          হলো অজুহাত༊

 আর ভুলগুলো মানিয়ে নিয়ে

       আঁকড়ে ধরে রাখার নাম༎ হলো ভালোবাসা༅༎•🥀🌺

                     ─༅༎•🌺🌸༅༎•─ 💔🥀

ভালোবাসার কষ্টের পোস্ট

যে মেয়ে আমার বউ হবে ??

তাহলে আমার ইচ্ছে গুলো দেখো......

খুব ইচ্ছে হালাল ভাবে সম্পর্ক করা। 

💞বউ হলে আমাকে ভিষণ ভালবাসতে হবে।

🍜আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে।

💝আচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে।

👩চুল গুলো খোলা রাখতে হবে।

👫হাত ধরতে দিতে হবে।

😋আমি প্রচুর দুষ্টুমি করবো, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে।

☕এক কাপ চা ভাগ করে খেতে হবে।

💚আমিও ভিষণ ভালবাসবো।

🍜আমিও খাইয়ে দিবো।

👰শাড়ি পরিয়ে দেবো।

💪আমার ডান বাহুতে শুতে দিবো

🏠প্রতিদিন জরিয়ে ধরে ঘুমাবো।

🌧একসাথে বৃষ্টিতে ভিজবো।

💃পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো[AnyTime]।

💛নাকে ধরে জোরে টান দিবো।

🍿এক আইসক্রিম দুজনে খাব।

🍚অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিবো।

🖐বাচ্চাকাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেয়া যাবে না। আদর করতে হবে।

😠আর একটু একটু ঝগড়া করব ! তবে বাপের বাড়ি যেতে পারবে না।

😍অভিমান আমিই ভাঙ্গাবো শেষমেষ ।

 �� কারণ এই ইহকালে নয় পরকালেও একসাথে থাকতে চাই.

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

ভীষণ ভালোবাসি তোমায়। খুব বাজে ভাবে মনে পড়ে জানো! তোমাকে কখনো ভুলিনি, ভুলা সম্ভবও নয়। আমার হৃদয়ের গহীনে আষ্টেপৃষ্টে মিশে আছো শুধুই তুমি। কিন্তু কখনো প্রকাশ করতে পারিনি যদি তোমায় হারিয়ে ফেলি। অথচ দেখ আজ তুমি অন্যকারো তবুও তোমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আমার কমেনি। ভালোবাসা বুঝি এমনি হয়! শতো আঘাতেও প্রিয় মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে হয়।