না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প | না পাওয়া ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

 ভালোবাসার কষ্টের গল্প

ভালোবাসার কষ্টের গল্প

👉 জিবনের শেষ কল👈


😍একবার হলেও গল্পো টা পরার অনুরোধ রইলো 😍


আমি-- হ্যালো কে ? 🙄

মেয়ে - আমি! 😐

আমি - আমি কে? 🙄

মেয়ে - হাসি ! কেমন আছো? 🙂

আমি - জি আলহামদুলিল্লাহ। ☺আপনি কেমন আছেন? 🙄


মেয়ে - হুম ভালো! হটাৎ আপনি করে বোলছো কেনো? 🙄 


আমি - সরি অন্যের বউকে তুমি বলার অধিকার নায়! 😣


মেয়ে -ও ! কি কোরছো এখন? 🙄


আমি - বারান্দা বসে আকাশের তারা দেখছি আর গল্প লেখছি! 😐

মেয়ে - এখনো রাতে বসে তারা দেখো? 🙁


আমি - হুম পুরানো অভ্বাস তো তাই বোদলাতে পারিনি! 😓

মেয়ে - আর তোমাকে গল্প লেখতে নিষেদ করছিলাম না?🤨


আমি - লিখতাম না৷ কিন্তু তুমি চলে যাবার পর থেকে শুধু তোমার আমার ফেলে আসা দিন গুলো মনে করি আর ডাইরিতে লিখি! 😒

আচ্ছা আমার কি অপরাধ ছিলো। যে কারণে ৪ বছরএর রিলেশনটা নষ্ট কোরলে! 😭💔


মেয়ে - আমাকে মাফ করে দিও। আমি পরিস্থিতির সীকার হয়েছিলাম! 😔😢


আমি - সে আমি জানি! তুমি যখন আমাকে ছেরে চলে গেলে! তখন নিজেকে শেষ করে দিতে চেয়ে ছিলাম! 😢

শুধু সুসাইড করা মহাপাপ তাই না মরে বেচে আছি! 😭 


মেয়ে - আমি ও বিয়েতে রাজি ছিলাম না। আম্মু্ বলছিল এই বিয়ে শুধু তুমি না নিজেকে শেষ করে দেবে৷ তাই এ বিয়ে কোরতে বাধ্য হয়েছি! 😭💔


আমি- দোস তোমাকে দেবোনা দোস সবিই আমাদের কপালের! 🤦‍😥


মেয়ে - আচ্ছা আর কোনো মেয়েকে পছন্দ হয়নি?😒


আমি - না আর কোনো রিলেশনশিপে জরাবোনা। মা বাবা যে মেয়ের সাথে বিয়ে দিবে থাকেই বিয়ে করে নেব! যখন তোমার আমার রিলেশন কথা 

বলছিলাম আম্মু আব্বু তখন শুধু একটা কথা বলছিলো বিয়ে কোরবি কবে৷৷ তাই তাদের কথা রাখবো এবার। 🙂


মেয়ে - তুমি আগের চেয়ে অনেক পাল্টিয়ে গেছো। 🙁


আমি - হুম আগের চেয়ে অনেক পাল্টিয়ে গেছি। কারণ এখন তোমার ফোনের আশায় বসে থাকি না। তোমার মেসেজে জন্য বসে থাকি না।তোমার দেয়া মেসেজ গুলো পরি আর নিরবে কাদি ! আগে রাতে তারা তারি ঘুমিয়ে পোরতাম । এখন আর রাতে ভালো ভাবে ঘুম হয় না! 😖😭😭


মেয়ে - খুব ইচ্ছে হয় তোমার কাছে চলে যায়। কিন্তু পারিনা। 😭


আমি - সেইটা তোমার পক্ষে আর সম্ভব না! 😰


মেয়ে - একটা কথা রাখবা৷ 😞

আমি - কি কথা? 🤔


মেয়ে -তোমার বিয়ে তে আমাকে দাওয়াত দিয়ো। 😑


আমি - সে না হয় দেবো। হঠাৎ এমন কথা বলছো যে ?🤔


মেয়ে - আমার খুব ইচ্ছে হতো তোমার বউ সেজে তোমার ঘরে যাবো। কিন্তু আমার সেই ইচ্ছে তো পুরণ হলো না। তাই নিজের হাতে তোমার বউকে সাজাবো । 😭💔


আমি - আচ্ছা তাই হবে। 😶


মেয়ে - কোনোদিন যদি শোনো আমি মারা গেছে তাহলে আমার কবরে এক মুঠো মাটি দিয়ে যেয়ো। 😢


আমি - তোমাকে বলে ছিলাম মৃত্যু কথা বলবানা! 🤬🤬


মেয়ে - আচ্ছা আর বলবো না৷৷ 😖


আমি - জানো আজ তোমাকে জরিয়ে ধরে খুব কান্না কোরতে ইচ্ছে হচ্ছে ! কি করবো তুমি তো আমার না তুমি এখন অন্যকারো হয়ে গেছো! 😭💔


মেয়ে - অনেক কথা হলো । এবার রাখছি। 😐


আর শোনো মন খারাপ করবা না৷ কেমন হয়তো বা এটাই আমার শেষ কল । 😥


আমি -শেষ কল মানে? 😭


কারণ তোমার সাথে কথা বলে পুরান স্থিতি গুলো আর মনে রাখতে চাই না । 😭

যতই কথা বলবো ততই তোমার কথা মনে পরবে! 😭


আমি - আজ তাহলে কি মনে করে কল দিলে! 😩


মেয়ে - আজকের এই দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিলোতো তাই। 😍


আমি - যাকগে আর কোনোদিন দেখতে পারবোনা আজ আবার পুরান কথা বল। 😥


আচ্ছা যেখানে থাকো ভালো থাকো বাই। 😭


আমি খুব ভালো ভাবে বুঝতে পারছি পাগলি টা কান্না কোরতেছে। 😭😭😭

তাই আর কোনো কথা বারালাম না৷৷ 😭


মেয়ে -যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। 😭


বলে লাইন টা কেটে দিলো "!!!😭😭😭


আমি - পাগলি রে তোকে অনেক ভালোবাসি এখনো। 

তোকে ছারা থাকা আমার পক্ষে সম্ভব না। 😭💔

প্লিজ একবার ফিরে আই তোকে কোনোদিন হারাতে দেবোনা৷ 😭

আল্লাহ যদি পরে জন্মে আবার পৃথিবীতে পাঠায় তোকে অন্যকারো হতে দেবোনা৷ 

এই বলে কান্না করতে থাকি 😭😭😭


গল্পটা কোনো অবাস্তব নয় ।


সত্তিইকারে ভালবাসা অনেক কষ্টকর পরিবারে জন্য বিসজন দিতে হই😭😭


 এরকম আরও গল্প পড়তে চাইলে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।