সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা
রিলেশনশিপে একটা মেয়ে আসলে
কী চায়?🙄
.
~সে চায় তার অনুপস্থিতিতে তার জন্য কিছু করুন..একটা ফোন দেয়া বা মেসেঞ্জারে ৪-৫টা
টেক্সট বেশী করা..❤
~দেখবেন সে অনেক বেশীই খুশী হবে🥰
~দেখা করতে যাবার সময় কখনোই তাকে জিজ্ঞেস করবেন না যে তোমার কি লাগবে,
~চেষ্টা করবেন নিজের পছন্দে তাকে কিছু দিতে সেটা যত সামান্যই হোক না কেন🌹
~সারপ্রাইজ দিতে চেষ্টা করুন হোক না সেটা
অনেক ছোট
~একটা মেয়ে চায় তাকে যেন সবসময় কেউ আগলে রাখে..একদম বাচ্চাদের মত করে।
তার সবচেয়ে ক্ষুদ্র অনেকগুলো শখ পূরণ করুন
যেমন:একসাথে সকাল দেখা,, একডজন চুড়ি
~সে আপনার জীবনে বিশেষ কেউ এটা তাকে
বুঝিয়ে দিন💝
সবাই বলে.মেয়েরা চায় বেশি 🙂 তবে একটু ভালোবাসা দিয়েই বুঝতে পারবেন😇
এগুলোই হলো একটা মেয়ের মনের চাওয়া🙂
একটি মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য 🙂
_একটি ছেলের পবিত্র ভালোবাসাই যথেষ্ঠ 😍