কঠিন ধাঁধা উত্তর সহ | ধাঁধা প্রশ্ন ও উত্তর

 10 টি মজার ধাঁধা

10 টি মজার ধাঁধা

ধাঁধা😁

এক গ্লাসে দুই নমুনার পানি

বলেনত এটা কী?

উত্তর: ডিম

কঠিন ধাঁধা উত্তর সহ

🐸ধাঁধা🐸

কোন প্রানি যা জলে চলে

 কিন্তু গায়ে পানি লাগেনা

উত্তর: হাঁস 🦆

বাংলা ধাঁধা উত্তর সহ

হাত আছে পা আছে

মাথা তার কাটা 

আস্ত মানুষ গিলে খাই 

বুক তার ফাটা,🤔🤔

উত্তর: শার্ট

অংকের ধাঁধা উত্তর সহ

#ধাঁধা 

আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই।

"উত্তর কি হবে বলেন তো??

উত্তর: চাঁদ মামা

ধাঁধা উত্তর

কঠিন ধাধা দুই অক্ষরে

নাম তার 

বহু লোকে খায় এক 

বাদ দিলে হেঁটে হেঁটে যায়

উত্তর: পান

ধাঁধা উত্তর

একটা কঠিন ধাঁধাঁ:

ওরা দুই ভাই যেখানে যাই দুই ভাই যাই তারা কখনো আলাদা হয় না

যুদি এক ভাই হারিয়ে যাই আরেক ভাই কখনো কবর লই না🍀😎

উত্তর: জুতা

ধাঁধা ও উত্তর

ধাধা

লাল টুকটুক ছোট মামা গায়ে পরে অনেক জামা।

                দেখি কে পারে

উত্তর: পেঁয়াজ

গণিতের ধাঁধা

<ধাঁধা>

 পাথরের মতন ডুবে,,, 🪨

শলার মতন ভাসে,,,,🧹

মানুষের মতন হাত পাউ,,,,,🫱🦶

কুকুরের মতন বসে?🐕

 অনেক সহজ করে দিলাম ধাঁধা টা দেখি কে সঠিক উওর টা দিতে পারে।🫠

উত্তর: বেঙ 🐸

মজার ধাঁধা উত্তর সহ

কঠিন ধাধা" 

 উপরে সবুজ ভিতরে লাল জিনিসটা হলো দিস্কো মাল?

উত্তর: তরমুজ 🍉

মজার মজার ধাঁধা

কঠিন ধাঁধা 

এমন একটা জিনিস যেটার জন্ম, মৃত্যু কিছুই থাকেনা। সেটা সবসময় চলমান থাকে।🙃

উত্তর: সময়