হাস্যকর মজার গল্প | মজার গল্প ২০২৩

 ছোট মজার গল্প

ছোট মজার গল্প

এক ব্যক্তির বৌ হঠাৎ মা**রা গিয়েছে।তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময়ে লোকটা জোরে জোরে চিৎকার করে কাঁদছিলো।

----ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলো গো,এখন কে আমাকে ফোন করে জানতে চাইবে আমি কেমন আছি,খেয়েছি কিনা?আর যে আপন বলতে কেউ রইলো না আমার।😭😭

পথে যেতে যেতে এই দৃশ্য দেখে একটা মেয়ে তার বন্ধবীকে বললো-

---আহারে দেখ বেচারার কতো ভালোবাসা,আমি যদি একবার এর মোবাইল নম্বরটা পেতাম ঠিক এর সাথেই প্রেম করতাম।

এটা শুনে লোকটা আরোও জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠলো-

---ওগো আমায় ছেড়ে কেনো চলে গেলে তুমি,এখন আমাকে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো এইট ডবল ফাইভ ডবল জিরো নম্বরে ফোন দিয়ে কে জিজ্ঞেস করবে আমি কেমন আছি,খেয়েছি কিনা।আমার যে আপন বলতে কেউ রইলো না।??

বল্টুর মজার গল্প

বল্টু তার বউকে কুমিল্লা

থেকে

ফোন করল।

ফোনটা এক চাকর ধরল→

চাকর :- হ্যালো।

বল্টু :- মেম সাহেবকে ফোনটা দে।

চাকর :- কিন্তু মেম সাহেব

তো

সাহেবের সাথে বেড রুমে

ঘুমাচ্ছে।

বল্টু :- মানে...?? সাহেব তো আমি।

চাকর :- আমি এখন কি

করব...??

বল্টু :- দুইজনকে-ই গুলি করে

মেরে ফেল ৫ লাখ টাকা

দিব। চাকর দুইজন- কে গুলি করে

মারার পর,

চাকর :- সাহেব, লাশ ২টা

এখন কি

করব...??

বল্টু :- লাশ ২টা বাড়ির পিছনের,

"Swimming Pool" এ

ফেলে দে।

চাকর :- কিন্তু সাহেব,

বাড়ির পিছনেতো কোন

swimming pool নেই। .

.

.

.

.

. .

.

.

.

.

. .

.

বল্টু :- নেই...??

ওহ SORRY, তাহলে Wrong নম্বর।

মজার গল্প ও কৌতুক

বল্টু গেল বাজারে ডাব কিনতে। বল্টু : ডাব কয় টাকা? 

দোকানদার : ৩০ টাকা,

বল্টু : ৩০টাকা দিয়ে কি ডাব খাব নাকি?

দোকানদার : না খাইলে গাছ থেকে

পেরে খান টাকা লাগবে না।

বল্টু রেগে,,বলল, গাছ থেকে পেরেই খাব। এই বলে বল্টু গাছে উঠতে শুরু করল। হঠাৎ পা পিছলে ডাব ধরে ঝুলে থাকল, বল্টু কিছুক্ষণ ঝুলে থাকল হঠাৎ একলোক হাতি নিয়া যাচ্ছিল। বল্টু বলল ভাই আমাকে নামাইয়া দিবেন? হাতি ওয়ালা : ৫০০ টাকা লাগবে। 

বল্টু : আচ্ছা দিব, আগে নামান। 

যখনি হাতি ওয়ালা বল্টুর পা ধরল তখন হাতি নিচ দিয়া চলে যায়, এখন দুজনেই জুলে আছে। তার কিছু খন পর এক ঘোড়া ওয়ালা যাচ্ছিল ঘোড়া নিয়ে। তখন হাতি ওয়ালা বলল, ভাই আমাদের দুজন কে নামাইয়া দিবেন?

ঘোড়াওয়ালা নামাইতে পারি ১০০০ টাকা লাগবে। 

বল্টু আচ্ছা দেব। যখনি ঘোড়া ওয়ালা হাতি ওয়ালার পা ধরল তখনি ঘোড়া নিচ দিয়ে চলে যায়। 

এখন ৩ জনেই জুলে আছে। তখন বল্টু বলল, তুই কত চাইছিলি ৫০০ আর তুই ১০০০, এখন তরা দুজনেই ২০০০ টাকা করে বাহির কর, নইলে ডাব দিলাম ছাইরা ………..

পুরানো মজার গল্প

শিক্ষক : কিরে মকবুল, ইদানিং নাকি তুই জ্ঞানী লোকদের মতো কথাবার্তা বলিস। তা আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি?🫠🫠


মকবুল : বলেন স্যার, চেষ্টা করে দেখি!😬😬


শিক্ষক : এমন একটা সমস্যার কথা বল তো, যা করলেও বিপদ না করলেও বিপদ?🥹🥹


মকবুল : লুঙ্গিতে আগুন লাগলে!🔥😇


শিক্ষক : মানে🤔🤔


বল্টু : স্যার, লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ।🐸🐸


শিক্ষক : ফাইজলামি করোস?🙄🙄


মকবুল : বিশ্বাস না করলে আপনার লুঙ্গিতে আগুন লাগাইয়া দেখেন।😂🤣


শিক্ষাক: বেহুশ 🙄