বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস
একদিন আমি টাকার সাথে কথা
বললাম।
বললাম, তুমি এক টুকরো কাগজ
ছাড়া কিছুই নও।
টাকা হাসলো, বলল সত্যিই আমি
এক টুকরাে কাগজ।
কিন্তু আমি জীবনে কখনও ডাস্টবিন
দেখিনি।
বাস্তব জীবন নিয়ে কিছু কথা
টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে,
ভালাে পরিবার তৈরি করতে পারবে না।
টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে,
কিন্তু ঘুমকে নয়।
টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে,
কিন্তু সময়কে নয়।
টাকা দিযে বই কিনতে পারবে,
কিন্তু জ্ঞান নয়।
টাকা তােমাকে অনেক বন্ধু দেবে,
কিন্তু ভালােবাসা নয়।
বাস্তব জীবনের কষ্টের গল্প
স্বামীর যখন টাকা থাকে না
তখন বউ ছাড়া কেউ পাশে থাকে
না, আর স্বামীর যখন টাকা থাকে,
তখন বউয়ের থেকেও আত্মীয়স্বজন
পাশে বেশি থাকে।😢😢
বাস্তব জীবনের কিছু গল্প
কেউ কারোর নয়
কেউ কারোর ছিলোও না!
সবাই প্রয়ােজনে আসে আবার
প্রয়ােজন ফুরিয়ে গেলে চলে
যায়!
বাস্তব জীবনের ফেসবুক স্ট্যাটাস
যদি জীবনের প্রয়ােজনে
নিজেকে বদলে ফেলতে হয়,
তবে তাই করাে,
হয়তাে কিছুটা কষ্ট
পেতে হবে তােমায়,
তবুও যে তােমার মূল্য বুঝে না
তার অপেক্ষায় থেকো না।
বাস্তব জীবনের স্ট্যাটাস
জীবনের
কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়,
আর সেই কঠিন সিদ্ধান্তই
একদিন জীবন বদলে দেয়।
বাস্তব জীবন নিয়ে উক্তি
যার জন্য তুমি...
এতাে কিছু করছাে,এতো কিছু সহ্য
করছাে,সেই একদিন বলবে...
আমি তােমাকে
বলেছিলাম আমার জন্য এসব
করতে।
বাস্তব জীবনের উক্তি
চোখ পৃথিবীর সব কিছু
দেখতে পায়,
কিন্তু চোখের মধ্যে যখন
কিছু ঢোকে সেটা দেখতে
পায় না,
ঠিক সেই ভাবেই মানুষ
অন্যের সব রকম দোষ
দেখতে পায়,
কিন্তু নিজের দোষ কথনওই
দেখতে পায় না।