হাসতে নাকি জানেনা কেউ | বাঁচতে হলে হাসতে হবে

 হাসতে পারলে জীবন সুন্দর

হাসতে পারলে জীবন সুন্দর

রোগী ঃ doctor আপনি নাকি রোগীর চেহারা দেখেই বলে দিতে পারেন তার কি রোগ হয়েছে 👻


বল্টু, ঃ , জী আমি পারি 😏


রোগী ঃতাহলে বলুন তো আমার কি রোগ হয়েছে 👻


বল্টু ঃতুই দিন কানা

দিনের বেলায় তুই ঠিক মত দেখতে পারিস না 😁


রোগী ঃ একদম সত্যি কথা বলেছেন

কিন্তু আপনি কি দেখে বুঝতে পারলেন 🤔


বল্টু, , , বাহিরে সাইনবোর্ডে বড় করে লেখা আছে

এটা পশু হাসপাতাল 🙂

জীবনে প্রচুর হাসতে হবে

 - স্বামী বাজার থেকে বউকে 

“ লাক্স ” 

সাবান এনে দিলো!😍

- বউ :- সাবান কেন ?🤔

- স্বামী :- আজকে তোমার আমার ম্যারেজ ডে তো তাই🥰🥰


তোমাকে আমি একটা গোলাপ দিতে পারি বলো?🥰

- তাইতো হাজারো গোলাপের সুগন্ধে ভরা লাক্স সাবান দিলাম!😍😍😍

- বউ :- মিষ্টি হাসি মুখে বললো ওগো,


 রোদ থেকে এতো ক্লান্ত হয়ে এসেছেন একটু বসুন আপনাকে লেবুর শরবত করে দিচ্ছি!☺️


- স্বামি :- আচ্ছা!🥰


- কিছুক্ষণ পর...........?


- স্বামী :- ও বউ এটা কি শরবত 🙄 ?


 গলাটা মনে হয় জ্বলে গেল!🥵


- বউ :- আপনি আমার একমাত্র প্রাণ প্রিয় স্বামী 🥰🥰


- আপনাকে আমি একটা লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারি বলুন তো..? 😁


- তাই তো "ভিম-বার" দিয়ে শরবত করে দিলাম! 🌻


- কারণ এতে আছে হাজারো লেবুর শক্তি!💪💪💪

আমি হাসতে ভালোবাসি

স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু দাড়ি-কমা সম্বন্ধে কোনো জ্ঞান না থাকায় ভুল স্থানে দাড়ি বসাতেই সেই প্রিয় চিঠি হয়ে গেল আজব চিঠি !

চলুন একটু পড়ে দেখি, কেমন সে চিঠি....


" ওগো, সারাটাজীবন বিদেশেই কাটালে আমাদেরকে ছেড়ে। এই ছিল তোমার কপালে আমার পা। আরও ফুলে উঠেছে উঠানটা। জলে ডুবে গেছে ছোট ছেলেটা। স্কুলে যেতে চায় না ছাগলটা। সারাদিন ঘাস খেয়ে ঘুমিয়ে থাকে তোমার বাবা। বারোমাস পেটের অসুখে ভুগছে বাগানটা।
আমে ভরে গেছে ঘরের চালটা। স্থানে স্থানে ফুটো হয়ে গেছে গরুটার পেট। দেখলে মনে হয় বাচ্চা দেবে করিমের বাপ। রোজ দুই হালি করে ডিম দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে বিড়াল ছানাটা। সারাদিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নুড়ীর মা। প্রসব বেদনায় ছটফট করছে নুড়ীর বাপ। বারবার ফিট হয়ে যাচ্ছে ডাক্তার। সাহেব এসে চলে গেছে। এমন সময়েও তুমি বাড়ী আসবে না। আসলে অনেক কষ্ট পাব।

ইতি

তোমার বউ 'হালি মা'

আসলে চিঠিটা হবে এমন।

" ওগো, সারাটাজীবন বিদেশেই কাটালে আমাদেরকে ছেড়ে। এই ছিল তোমার কপালে। আমার পা আরও ফুলে উঠেছে। উঠানটা জলে ডুবে গেছে। ছোট ছেলেটা স্কুলে যেতে চায় না। ছাগলটা সারাদিন ঘাস খেয়ে ঘুমিয়ে থাকে। তোমার বাবা বারোমাস পেটের অসুখে ভুগছে। বাগানটা আমে ভরে গেছে। ঘরের চালটা স্থানে স্থানে ফুটো হয়ে গেছে। গরুটার পেট দেখলে মনে হয় বাচ্চা দেবে। করিমের বাপ রোজ দুই হালি করে ডিম দেয়। বড় বউ রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে। বিড়াল ছানাটা সারাদিন লেজ নেড়ে খেলা করে। বড় খোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে। নুড়ীর মা প্রসব বেদনায় ছটফট করছে। নুড়ীর বাপ বারবার ফিট হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব এসে চলে গেছে। এমন সময়েও তুমি বাড়ী আসবে। না আসলে অনেক কষ্ট পাব।

ইতি

তোমার বউ 'হালিমা'