জীবনে প্রচুর হাসতে হবে | বাঁচতে হলে হাসতে হবে

হাসতে পারলে জীবন সুন্দর | শব্দ করে হাসতে মানা | হাসতে ভালোবাসি

হাসতে পারলে জীবন সুন্দর | শব্দ করে হাসতে মানা | হাসতে ভালোবাসি

 স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখল - 


"দেখো, আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি সারা জীবনের জন্য চলে গেলাম।" 


স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো। 


সন্ধ্যায় বেচারা স্বামী বাসায় আসল। আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল। তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। আবার চিঠিটা টেবিলে রেখে দিলো। একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর, স্বামীর নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। শিস বাজাতে লাগলো। গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করলো। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল। আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিলো। ফোনে ঐ প্রান্তকে বলছে--


"আজ অটোম্যাটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে। ডার্লিং তুমি আমার জীবনে আগের মতই থাকবে। আমার স্ত্রী আমাদের মাঝে আর বাঁধা হয়ে থাকবে না। তুমি এনিটাইম আমার বাসায় চলে আসবে। বেবী , তোমাকে ছাড়া আমি বাঁচব না।" 


এমন অনেকক্ষন কথা বলার পর স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেলো হাসতে হাসতে। হয়তো তার

ফোনের ঐ প্রান্তের বান্ধবীকে বা অন্য কাউকে আনতে গেছে।


এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাঁদতে কাঁদতে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতোদিন এই ভেবে কপাল চাপড়াচ্ছিল । হঠাৎ তার মনে হলো, দেখিতো স্বামী চিঠিতে কি লিখছে। তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিলো । চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো। 


স্বামী যে এক লাইন লিখে রাখছে , তা হলো -


"আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচে থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে?


আমি ডিম আনতে বাইরে গেলাম।"



বাসর রাতে বউয়ের ঘোমটা খুলে 

চমকে উঠলাম!😯

সুবর্ণা সুবর্ণা বলে এক দৌড়ে রুমের বাহিরে 

চলে গেলাম!🏃🏃

এটা কি করে সম্ভব??🤔🤔

সুবর্ণা কি দিন দিন যুবতী হচ্ছে??🤨

সেই ১৬ বছর আগে আমার গার্লফ্রেন্ড 

ছিলো সুবর্ণা!💃💃

ওর বিয়ে হয়ে যাওয়ার পর 

ডিসিশন নিয়েছিলাম 

আর বিয়েই করবো না জীবনে!😒💔

ব্যাস! বাবার ব্যবসা দেখা-শুনা করতে 

শুরু করলাম!

অনেক উন্নতি করেছি ব্যবসায় 

এই ১৬ বছরে!🚗🏩🏣

বিয়ে করতে চাইছিলাম না!😒

কিন্তু আম্মা অসুস্থ হয়ে যাওয়ায় 

আর বাবার চাপে 

এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করতে 

হয় আমাকে,,,,,,👸🌺👳

বউকে আমি দেখতেও যাইনি!😒

বাবা সব ম্যানেজ করেছেন!

কিন্তু সুবর্ণা এই ১৬ বছর পরেও 

এই যৌবন কিভাবে ধরে রাখলো?🤔

ও তো আরও ছোট হয়ে গেছে?😋

এটা কেমনে সম্ভব??😯

আমার চিল্লানি শুনে বাবা 

নিচ তলা থেকে হাক জুড়েছেন,,,,📢

""ছোটকালের স্বভাব এখনো

গেলো না তোর!?? যা রুমে যা!☹️

আমি বাবাকে খুব ভয় পাই!

তাই জলদি করে রুমে চলে গেলাম!🏩

রুমে গিয়ে দেখলাম 

বউ আমার খুব কান্না করতেছে!😭😭

আমি বললাম কি হয়েছে তোমার?

কান্না শুরু করলে কেন⁉️

--বউ বললো, আপনি আমার মায়ের 

নাম জানলেন কি করে??🤔👸

আমি: মানে কি? প্রশ্ন করলাম??

বউ: মানে আমার মায়ের নাম হচ্ছে সুবর্ণা!

আর আমি দেখতে হুবহু আমার 

মায়ের মতো হয়েছি!🙈🙈

আমি: ওহহহহ তাই বুঝি!!😋😋

মনে মনে বললাম, 

সবুরে মেওয়া ফলে!💯

একটু ধৈর্য ধরলে 

গার্লফ্রেন্ড শাশুড়ীও হয়!!😂😂🙈