মজার হাসির গল্প
শিক্ষক ও ছাত্রের মাঝে কথোপকথন. . .🙂🙂
শিক্ষক: এই পঁচা, দাঁড়া। আমি যা জিজ্ঞেস করবো ঠিক মতো উত্তর দিবি।
বল ‘আজ ভীষণ শীত পড়েছে’ এটা কী ধরনের বাক্য? 🫠🫠
পঁচা: এটা হুহু কাঁপাকাঁপিমূলক বাক্য, স্যার। 🥶🥶
শিক্ষক: অ্যাঁ! কি বললি, হতচ্ছাড়া?? 🤔🤔
পঁচা: এটা রাগ রাগ মূলক বাক্য, স্যার। 😠😠
শিক্ষক: চাবকে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেবো। 😅😅
পঁচা: এটা অত্যাচার মূলক বাক্য, স্যার। 🫣🫣
শিক্ষক: চুপ। একদম চুপ! নয়তো......🤫🤫
পঁচা: এটা বাক্ স্বাধীনতা হরণকারী বাক্য, স্যার। 🥱🥱
শিক্ষক: আরে, এটা তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে। আমাকে তো শেষ পর্যন্ত পাগলা গারদে যেতে হবে। 😬😬
পঁচা: এটা খুবই আনন্দদায়ক বাক্য, স্যার। 😁😁
শিক্ষক: (রাগে কাঁপতে কাঁপতে) তোকে আমি খুন করবো।🥹🥹
পঁচা: এটা উগ্রপন্থী মূলক বাক্য, স্যার। 😷😷
শিক্ষক: এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা! বেরিয়ে যা ক্লাস থেকে।🚶🚶
পঁচা: এটা অসভ্যতা মূলক বাক্য, স্যার। 😮💨😮💨
শিক্ষক: হে আল্লাহ, কোনদিকে যাবো আমি?? 🙄🙄
পঁচা: এটা অন্ধকারে পথ হাতড়ানো মূলক বাক্য, স্যার। 🤓🤓
শিক্ষক: দূর! আমিই ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। 🫣🫣
পঁচা: এটা অনেক ছাত্রেরই চাহিদা মূলক বাক্য, স্যার। 🤣😂
ছোট হাসির গল্প
গার্লফ্রেন্ড : বাবু আমি দুধ খেতে গিয়ে পিঁপড়া খেয়ে
ফেলেছি অনেক! আমি কি মরে যাব?😰😰
.
আমি: দুধ খেতে গিয়ে পিঁপড়া??🤔🤔
.
গার্লফফ্রেন্ড : হুম দুধে চিনি দিসি,চিনিতে পিঁপড়া! আমি
কি মরে
যাব??😨😨
.
আমি: জান তুমি জানোনা কতটা রিস্কে আছে! পিঁপড়া
তোমার
পেটের ভিতর সব খেয়ে ফেলবে! তুমি তো শেষ.. এখন আমার
কি
হবে জান?😭😭😭
.
গার্লফ্রেন্ড: বাবু চিন্তা নাই.. পিঁপড়াগুলোকে পেটের ভিতর
ঘুম
পড়িয়ে দিয়েছি! এখন আর কি করতে হবে তাই বলে দেও??🤔🤔
.
আমি: ঘুম পাড়ালে কেমন করে???🤔🤔
.
গার্লফ্রেন্ড: আমি ৩ টা ঘুমেত ট্যাবলেট খেয়ে নিয়েছি
বাবু!😮😮😮
.
আমি: বাঘের বাচ্চা একটা! বড় হয়ে কুত্তার বাচ্চা হবে!!😄😄😄
.
গার্লফফ্রেন্ড:
.
আমি: ঘরে বিষ টিস কিছু আছে? থাকলে ওইটা খেয়ে পিঁপড়া
গুলারে মেরে ফেলো! .🤣🤣🤣
.
গার্লফ্রেন্ড: ওয়াও, কি গুড আইডিয়া!
😆😆
বিয়ের হাসির গল্প
বল্টু বিয়ে করবে। লজ্জায় বাসায় বলতে পারছেনা🥹🥹
একদিন অনেক সাহস নিয়ে তার বাবার সামনে গেল,,😒😒
বাবা : কি বলবি বল।🙂🙂
বল্টু : আব্বা, আমার কিছু ভাল লাগেনা। 😑☹️
বাবা : কেন কি হয়েছে?☺️😊
বল্টু : অনেক চেষ্টা করি কিন্তু সারারাতে একটুও
ঘুমাতে পারিনা। শুধু এপাশ- ওপাশ করি।🫤
বাবা :আচ্ছা,সমস্যা নেই। আগে বাজারে যাবি তারপর আবুলের দোকানে গিয়ে আমার নাম বলবি।
বল্টু : আব্বা আবুল কি ডাক্তার? 🥹🫡
বাবা : না, আবুল হলো বাজার কমিটির সভাপতি।
ওকে বললে বাজারের নাইট গার্ডের চাকরিটা তোকে দিয়ে দেবে। 🥲🥲🥲