স্বামীর সাথে বেয়াদবি করলে কি হয়
শিক্ষানীয় পোস্ট
পোস্ট ছোট হতে পারে কিন্তু অনেক কিছু শেখার আছে।
স্বামীর সঙ্গে তর্ক হলে মুখে মুখে কথা বলো না। তাকে ছোট কিংবা তাচ্ছিল্য করে কথা বলো না। স্বামীকে নিজ বাবা বাড়ির কারোর তুলনায় ছোট হিসেবে উপস্থাপন করো না। যেই স্বামীর ঘর করছো তার সঙ্গে তর্ক করে কিংবা তাকে কষ্ট দিয়ে সুখ পাবে কি? মনে রাখবে তোমার ব্যবহারে স্বামীর মায়া ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে পারে। যার ঘরে থাকছো, যার কামাই খাচ্ছো, সেই তার সঙ্গেই তর্ক করা মানায় না। অনেক স্ত্রী স্বামীর সব অবদান অস্বীকার করে ফেলে! স্বামীর কষ্ট কিংবা কোরবানী বুঝতে চায় না। শুধু নিজে পাওয়ার হিসেবটাই করে থাকে। সামান্যতে স্বামীকে যা তা বলে অপমান করে আর মনে করে স্বামী থেকে বড় শত্রু কেউ নাই। তাই ব্যবহারটাও শত্রুর মতোই হয়ে থাকে। স্বামীর পরাজয়ে তৃপ্তির ঢেঁকুর তুলো না, কারণ এই পরাজয় স্বামীর নয় বরং তোমার জীবনের ভালোবাসা ও শখ আহ্লাদের পরাজয়। জবান হেফাজত করো। তোমার কথায় স্বামী প্রচন্ড কষ্ট পাচ্ছে জেনেও তাকে ঘায়েল করতে একের পর এক উপহাস আর অভিযোগ দিয়ে কথা বলেই যাচ্ছো— জানো কী! এই মুহূর্তে আল্লাহ তোমার ওপর খুশি নাকি বেজার? রহমতের ফেরেশতারা তোমার থেকে দূরে সরে আছে। গজবের ফেরেশতারা তোমার ওপর লানতের বদদোয়া করছে! আল্লাহকে ভয় করো বোনেরা আমার! নিজেদের সংশোধন করা উচিত। স্বামীর সংসারে তুমিও সুখদুঃখের সমান ভাগিদার৷ পাইনি পাইনি বলে সবসময় হাহুতাশ করো না, আল্লাহ বেজার হবেন। যারা শুধু পাওয়া না পাওয়ার হিসেবে করে সংসারে অশান্তি বাড়ায় তারা কোনোদিন সুখী হতে পারে না।
হে আল্লাহ সকল বোনদের সঠিক বুঝ দান করো,,আমিন🤲