মানুষের অবহেলা থেকে বাঁচতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস | অবহেলার কষ্টের স্ট্যাটাস

 খুব কাছের মানুষের অবহেলা

খুব কাছের মানুষের অবহেলা

☆☆☆ জীবনের অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার দশটি বাস্তবসম্মত উপায়:


১. তাকে বাধ্য করো না কথা বলার জন্য, যে কথা বলতে চায় না। ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে, তাদের ছাড়া তুমিও থাকতে পারো।


২. কারো পিছনে খুব বেশি ছুটাছুটি করোনা, যার পেছনে তুমি যত ছুটবে, সে তোমাকে তত বেশি ছুটাবে।


৩. মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে ও সহ্য করতে হয় ; কথা হজম করতে শিখো- এটা তোমাকে জিততে সাহায্য করবে।


৪. মানুষেরা হলো মেঘের মতো! তারা শুধু তোমার জীবনে আসবে আর যাবে, তোমাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির।


৫. দোলনা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে; কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়।


৬. যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও; ঘুড়ি ছিরে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়।


৭. যে তোমার অনুভূতির মূল্য দেয় না, সে তোমাকে ভালোবাসতে পারে না; যে তোমার অল্প কথার মানে বুঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না।


৮. শিশিরবিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে আনা যায় না; তোমাকে থাকতে হবে শুধু সাগরের মত উত্তাল।


৯. কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ, তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ।


১০. যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তোমার দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবে।।।