রোম্যান্টিক মজার ঘটনা ও গল্প | বাঁচতে হলে হাসতে হবে

 হাসতে পারলে জীবন সুন্দর

হাসতে পারলে জীবন সুন্দর

সকাল সকাল "ওয়াইফাই" এর পাসওয়ার্ড টা পরিবর্তন করেছিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আম্মু এসে বলতে লাগলো - কিরে "ইভান" ওয়াইফাই কানেক্ট হয়না কেনো? 

আম্মুর প্রশ্নের উত্তরে আমিও বললাম। পাসওয়ার্ড পরিবর্তন করেছি, কিভাবে কানেক্ট হবে? আম্মু বললো - তাহলে পাসওয়ার্ড টা দে। আমি বললাম - আমাকে বিয়ে না করালে পাসওয়ার্ড পাবে না। এটা বলার সঙ্গে সঙ্গেই মনে হলো, আমার বাম কানের উপর দিয়ে একটি ঝড় বয়ে গেলো। অতঃপর আম্মু বলতে লাগলো - ওয়াইফাই এর বিল দেই আমি। আর সেটার পাসওয়ার্ড এর জন্যে তোকে আমার বিয়ে করাতে হবে?  


কিন্তু "আমাকে বিয়ে না করালে পাসওয়ার্ড পাবে না" এটাই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড ছিলো। সেটা কেউ বুঝলো নাহ। দুঃখ ভিষণ দুঃখ! 🙂

-ইভান আদনান।

শব্দ করে হাসতে মানা

একটা মেয়ে বল্টুর দোকানে গেলো কাপড় ক্রয় করতে..!🫣🫣


মেয়ে:- ভাই! এই জামাটার দাম কত..!🙂🙂


বল্টু চালাকি করে বললেন:- ৫ টা k'iss.😽😽


মেয়ে:- ঐ জামাটার দাম কত..!🥲🥲


বল্টু: ১০ টা k'iss.🫦🫦


মেয়ে: ২টাই প্যাকেট করে দিন, আমাদের কজের বুয়া বিল দিয়ে যাবেনে..!🥹🥹


বল্টু : বে*হুশ..!🫤🫤🫤

আমি হাসতে ভালোবাসি

মা বলল, "নতুন ভাড়াটিয়া আসবে।"


এবার যদি সুন্দরী একটা মেয়ে আসে। আমাদের বাড়িতে একটা মেয়ে নাই যার সাথে একটু প্রেম ট্রেম করবো। 


সকালে দেখলাম নতুন ভাড়াটিয়া আংকেল আসছে। ওনাদের সাথে সুন্দরী একটা মেয়ে! আঃ! কী যে ভালো লাগছে! 

এতদিনে একটা মেয়ে পাওয়া গেল!


প্রথমদিন থেকেই আংকেলের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে।


নিচে গিয়ে আংকেলকে, সালাম দিলাম। 


আংকেল বলল, "তুমি?"


"আমি রায়হান।"


"ও আচ্ছা। সালাম সাহেবের ছেলে?"


"জি, আংকেল।"


আমি ওনার সাথে জিনিসপত্র উঠান শুরু করলাম। প্রথমে উনি বাঁধা দিলেন। 


এক ঘন্টা ধরে জিনিসপত্র তিনতলায় তুললাম। কাজ শেষে আংকেল বলল, "বাসায় এস বাবা। অনেক কষ্ট করেছ।"


বাসায় ঢুকে সোফায় বসলাম। ঘরটর এখনো ভালো করে গুছান হয়নি। ওনার মেয়েটা মনে হয় ভিতরে আন্টির সাথে কাজ করছে! 


আংকেল বলল," দেখছ ঘরের অবস্থা। বেশি কিছু দিতে পারবে না। এক কাপ চা খেয়ে যাও। "


"পরে এক সময় আসব। "


"না, চা খেয়ে যাও বসো। আমিও তোমার সাথে চা খাবো।"


আংকেল আর আমি বসে আছি। একটু পরে সুন্দরী চা নিয়ে আসল। যাক কষ্টটা স্বার্থক হয়েছে! 


আংকেল বলল," এ হলো রায়হান আমাদের বাড়িওয়ালার ছেলে! আজ খুব কষ্ট করেছে!"


আমি একটু লাজুক হাসি দিলাম। 


আংকেল বলল, "এ হলো তোমার আন্টি!"


এটা কোনো কথা আমার এতো কষ্ট কই রাখবো কত কাজ করলাম 😭😭😭 আমার কপালে প্রেম নাই