ইসলামিক শিক্ষামূলক গল্প pdf
♥চমৎকার একটি শিক্ষনীয় গল্প।♥
এক কলা বিক্রেতা ৫ টাকা পিছ দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর
ছিলে ছিলে খাচ্ছে।
এ দেখে বিক্রেতা ভাবল যদি কলা গুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের ছিলতে কষ্ট হবেনা এবং ছিলে দেওয়ার কারনে দাম ও বেশি পাব।
তখন সে কিছু কলা ছিলে তার দাম ধার্য করল
৬ টাকা পিস।
এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞাসা করলে, সে বলছে এগুলো ৫ টাকা আর ছিলা গুলো ৬ টাকা। ক্রেতারা তখন ৫ টাকা দরের কলা নিয়ে যাচ্ছে।
সে ভাবল যখন কম দামি কলা থাকবে না, তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকার কলা সব শেষ৷
এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না। তবে প্রচুর মাছি এসে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভৌঁ ভৌঁ করে উড়ে বেড়াচ্ছে।
এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে। সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এলো, তবুও কেউ নিল না।
দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল৷ যে ড্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পড়ে গেল ছিলা কলা গুলো।
সে বলল, ভাই এত আবর্জনা করলে? এ আমি পরিস্কার করতে পারব না। অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল কিছু মনে করো না পরিষ্কার করে দিও।
বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম। আগের মেয়েরা পর্দা করে চলত তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত।
এখন এরা কলার মত খোলা থেকে দাম বাড়ানোর প্রচেষ্টায় আছে।
দাম তো বাড়ছেই না উপরন্তু কিছু মাছি জাতীয় জন্তু তাদের উপর বসে চুষে খেয়ে উড়ে পালাচ্ছে।
আর এরা নিজেদের দাম বাড়াতে গিয়ে এত কমে যাচ্ছে যে,
এদেরকে লক্ষাধিক টাকা দিয়ে পার করাতে হচ্ছে।
★নারীর মর্যাদা পর্দায় কমে না, বেপর্দায় কমে★
আল্লাহ পাক আমাদের বুঝার তাওফিক
দান করুন।( আমিন)