মজার গল্প | মজার স্ট্যাটাস | মজার পোস্ট | মজার ক্যাপশন

 মজার ফেসবুক স্ট্যাটাস

মজার ফেসবুক স্ট্যাটাস

বল্টু সকাল বেলা ঘুম থেকে উঠে

দেখল,😑

তার বিছানার পাশে টেবিলে জেলি

মাখানো আস্ত একটা নরম পাউরুটি পরে

আছে ।🫠🫠

.

বল্টু অনেক খুশিমনে পাউরুটিটা খেয়ে

ফেললো ।😊😊

.

একটু পরে বল্টুর বউ এসে তাকে

জিজ্ঞাসা করল,😐😐

"হ্যাঁ গো এখানে একটা পাউরুটি ছিল

তুমি দেখেছ..?"🤔🤔

.

বল্টু একটু মজা করে বলল, "নাতো.....দেখিন🥹🥹

.

বল্টুর বউ বলল,🙄

.

.

.

.

.

.

"ঠিক আছে, দেখলে বাইরে ফেলে

দিও ।🥹🥹

.

কাল রাতে টিসু শেষ হয়ে গেছিল

বলে বাচ্চার পায়খানা গুলো

পাউরুটি দিয়ে পরিস্কার করে

দিয়েছিলাম !!🤣🤣 

আমার মন মজাইয়ারে

কালকে রাত দুই টা পর্যন্ত লাইনে ছিলাম।হঠাৎ মা ঘুম থেকে উঠে গেলো। তাই আমি কোনো রকমে ফোনটা অফ করে না ঘুমিয়েও ঘুমানোর ভান করলাম। 


মা দেখি আমার রুমে কিছু একটা করলো তার পরে আবার শুয়ে পরলো।


আমি ও ওই ভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় ঘুমিয়েই পরে ছিলাম হঠাৎ মা আমাকে ডাকতে লাগলো


মা-এই রিয়া রিয়া উঠো


আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম তাই বিরক্তি নিয়ে বলল


আমি-কী হয়েছে এতো রাতে ডাকছো কেন 


মা-সর্বনাশ হয়ে গেছে তারাতারি উঠ


আমি কিছু টা ভয় পেয়ে মা বললাম 


আমি-কি হয়েছে মা বাবা ঠিক আছে তো


মা-হ্যা তোর বাবা ঠিকি আছে 


আমি-তাহলে কার কী হয়েছে 


মা-আর বলিস না রাতে পানি নেওয়ার জন্য কল পারে যাচ্ছিলাম হঠাৎ করেই কারেন্ট চলে গেলো তাই তোর ফোনটা নিতে তোর রুমে এসেছিলাম কিন্তু 


আমি-কিন্তু কী মা আমার ফোন কোথায়


মা-তোর ফোন টা হাতে নিয়ে দেখি তোর ফোনের অনেক গরম ভেবেছিলাম তোর ফোনের জ্বর এসেছে তাই আমি


মায়ের কথা শুনে আত্মা ধক করে উঠলো আমি মাকে বললাম 


আমি-কি করেছো তুমি 


মা-আমি তোর ফোনটা নিয়ে পানি ডুবিয়ে রেখে ছিলাম


মায়ের কথা শুনে আমি ভেবাচেকা খেয়ে খেলাম কী বলছে কী মা


মা আবার বলল


কিন্তু তোর ফোনটা হাতে নিয়ে দেখি জ্বর কমে গেছে কিন্তু সমস্যা হলো এখন আমার ফোনটা চালু হচ্ছে না 


আমি কী বলবো বুঝতে পারছি না 

আমি শুধু মাথায় হাত দিয়ে একটা কথাই বললাম 

আমি-আমার ত্রিশ হাজার টাকার ফোন

ব্যাস আমি বেহুশ🙂

মজার ক্যাপশন বাংলা

- আচ্ছা শুনছ ?? 

- হ্যাঁ বলো ।। 

- বাজার থেকে কি কি আনব ?? 

- একটু বেগুন এনো ।। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে একটু বেগুনি করব ।। আর নিজের পছন্দ মত কিছু সব্জি পেলে নিয়ে এসো ।। 

- তাহলে অল্প করে খাসির মাংস নিয়ে আসি ?? 

- খাসির মাংস কোন গোত্রের সব্জীর মধ্যে পড়ছে ?? 

- না মানে কোনো গোত্রের মধ্যেই পড়ছেনা ।। কিন্তু যেহেতু আজ বৃষ্টি-টৃষ্টি পড়ছে তাই একটু খাসি-টাসি হলে মন্দ হতনা আর কি ।। 

- আমি খিচুড়ি বানাব বল্লাম না ?? 

- হ্যাঁ, তা বলেছ ।। 

- তাহলে খাসির মাংস হবে, এটা ভাবার সাহস কি করে হয় ?? 

- না মানে গতকাল বিক্রম ল্যান্ডারের চাঁদে ল্যান্ড করার উদযাপনটাও হয়ে যেত আর কি ।। 

- খাসি আনলে যে তোমার ওপর কত কিছু ল্যান্ড হতে পারে ভেবে রেখেছ ?? 

- যেমন ?? 

- ইট পাটকেল, চ্যালাকাঠ, ইত্যাদি ইত্যাদি ।। 

- তাবলে তুমি আমাকে মারবে ?? 

- এরকম করে ভাবছ কেন ?? ভেবে নেবে তুমি আমার কাছে মার খাচ্ছ ।। আমি মারছিনা ।। তুমি মার খাচ্ছ ।। অ্যাজ আ ঠাকুর প্রসাদ ।। ঠাকুর কি নিজে থেকে আমাদের প্রসাদ দেয় ?? দেয়না তো ?? কিন্তু আমরা তো প্রসাদ খাই ।। ঠিক সেরকম ই ।। 

- ধ্যারশ্লা !! নিজের কোনো স্বাধীনতা বলে কিছু নেই ।। যাই বলি তাতেই ব্যাগড়া ।। 

- আচ্ছা শোনো ।। 

- কিইইই ?? 

- লুচি বানাব ?? 

- না লাগবেনা ।। 

- রাগ করেছ ?? 

- না বল্লাম তো ।। 

- তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেত্তন শুনছ ?? বাজার যাও ।। 

- লু..

- কি ?? 

- লুচি বানাবে বলছিলে না ?? তো খেয়ে গেলে হতনা ?? 

- বাজার যাও ।। এসে ঠিক পেয়ে যাবে ?? 

- তাহলে খাসির বদলে লুচি ?? 

- আমিও তো শিবের মত বর চেয়েছিলাম ।। তার বদলে কি পেলাম ?? 

- থাক ।। লুচি বানাও ।। আমি আসছি ।। 


★ সম্পূর্ণ কাল্পনিক ।। কোনো বেচারা স্বামী যদি এই গল্পের সাথে নিজের কোনো মিল খুঁজে পান তাহলে দুঃখ করবেন না ।। বাথরুমে গিয়ে বা সিঁড়ির নিচে গিয়ে একটু কেঁদে নিন ।। মন হাল্কা হবে ।। 

যেকোনও রকমের মজা

গার্লফ্রেন্ড কে কল দিয়ে বললাম, " আই লাভ ইউ বেবি।" 


মেয়েটা কেমন করে বলল, "এই ছেলে!"


ও মাঝেমধ্যে মজা করে আমার সাথে। আমি বললাম," কী হয়েছে বেবি?"


এবার কঠিন গলায় বলল," এই ছেলে আমি বেবির মা!"


দ্রুত কল কেটে দিলাম। এই জন্যই তো বলি কন্ঠটা এত মোটা কেন!


আন্টি আবার কল দিয়েছে! ধরতে কেমন লজ্জা লাগছে! কয়েকবার কল দিচ্ছে না ধরলে আবার বেয়াদব মনে করবে।


এবার কল রিসিভ করে, "আসসালামু আলাইকুম আন্টি! "


"এই তুমি আমারে আন্টি বললা কেন! নতুন একটা জুগিয়েছ না? এখন আমাকে আর ভালো লাগে না!"


রাগ করে কল কেটে দিলো! কেমনটা লাগে! অনেকবার কল দেয়ার পর রিসিভ করল। 


আমি নরম গলায় বললাম, "শোন না বেবি কী হয়েছে! "


"এই ছেলে তুমি আবার কল দিয়েছ!"


দূর আর প্রেমেই করব না!


সমাপ্ত