পুরুষ মানুষের জীবন
পুরুষের সফলতার পিছনে
কোনাে নারীর অবদান নেই।
কারণ পুরুষ সফল হবার পরই
তার জীবনে নারীর আগমন
ঘটে। অসফল পুরুষের জীবনে
কোনাে নারী নেই।
পুরুষ মানুষ নিয়ে উক্তি
পুরুষ মানুষ সংসারের দায়িত্ব নিয়ে
একবার পরিশ্রম করা শুরু করলে,
জীবন ফুরা বার আগ পর্যন্ত তাদের দায়িত্ব এবং কর্তব্য শেষ হয় না। 😢
_সাইয়ারা ইসলাম মুন্নী
পুরুষ মানুষের কষ্ট নিয়ে উক্তি
একটি পুরুষ সেই সময়
ভেঙ্গে পড়ে যখন নিজের
জীবন বাজি রেখে
পরিবারের জন্য কঠোর
পরিশ্রম করে যায় কিন্তু
তাকে বােঝার মতো কেউ
থাকে না।
পুরুষ মানুষের কষ্ট
কেউ যদি অবহেলা করে
দোষ তার নয়,
দোষ নিজের কারণ
তুমি তার কাছে বেশি আশা
করে ফেলেছো..!
পুরুষ মানুষের কষ্ট
বয়স টা বেড়ে গেলে
হারিয়ে যায় আনন্দ
অবসরে ছাট ঘরে
একাকী নিঃসঙ্গ,
কেউ করে অবহেলা
কেউ বলে অন্ধ
কেউ ডাকে বুড়ো বলে
কেউ করে ব্যঙ্গ,
কেউ বলে ডাকিস না
কেউ করে খ্যাস খ্যাস
কেউ বলে সময় নেই
আজ আমার অনেক কাজ,
আমিও তাে জোয়ান ছিলাম
আজ আমি বৃদ্ধ
মৃত্যুটা হলে পরে
তবেই পাব মুক্ত।
আয়শা আক্তার নুপুর...